Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাইডেনকে এবার গলফ খেলার চ্যালেঞ্জ ট্রাম্পের!




যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে মুখের বুলি হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার। একের পর এক তীব্র বাক্যবাণে বিরোধী শিবিরকে রীতিমতো নাস্তানাবুদ করে তুলছেন ট্রাম্প। এবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে গলফ ম্যাচ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন রিপাবলিকান এই নেতা। ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স মঙ্গলবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি নির্বাচনী প্রচারণায় ট্রাম্প একইসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আক্রমণ করেন। তিনি বলেন, ডেমোক্রেটিক দল সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের কোন প্রার্থী প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য বেশি অযোগ্য। বাইডেনকে আরও একবার উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ট্রাম্প বলেন, এই বিতর্কে কোনো উপস্থাপক থাকবে না। এমনকি গলফ খেলারও আমন্ত্রণ জানান ট্রাম্প। আরও পড়ুন: এবার বাইডেনকে সরে দাঁড়াতে বললেন জর্জ ক্লুনি এ সময় তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অযোগ্য বলে উল্লেখ করেন। অযোগ্যতার কারণে অনেক ডেমোক্র্যাটও বাইডেনের স্থলে হ্যারিসকে আনতে নারাজ বলে জানান ট্রাম্প। এদিকে বাইডেনকে নিয়ে আত্মবিশ্বাসে ভাটা পড়েছে খোদ ডেমোক্রেটিক পার্টির মধ্যেই। মার্কিন প্রতিনিধি পরিষদের সাতজন ডেমোক্র্যাট সদস্য বাইডেনকে এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জো বাইডেন আগামী নির্বাচনে জিততে পারবেন না-এমনটাই মনে করেন তার দলের সিনেটর মাইকেল ব্যানেট। অন্যদিকে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা ও ডেমোক্রেট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। বুধবার (১০ জুলাই) জর্জ ক্লুনি বলেন, প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন। কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি। আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই। আরও পড়ুন: ট্রাম্পের ভবিষ্যৎবাণী / ‘ইগো’ সমস্যার কারণে বাইডেন সরে দাঁড়াবেন না দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে ক্লুনি লেখেন, আমি জো বাইডেনকে একজন সিনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসি। আমি তাকে বন্ধুও মনে করি। তার ওপর আমার বিশ্বাস আছে। কিন্তু গত ১৫ জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে ২০১০ সালের বাইডেন, এমনকি ২০২০ সালের বাইডেনের মতোও ছিলেন না বলে ক্লুনি উল্লেখ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply