Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরের রাজনীতির নক্ষত্র স্বাধীনতার উষা লগ্নে বাপক ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা হিছাব উদ্দিন




মেহেরপুরের রাজনীতির নক্ষত্র স্বাধীনতার উষা লগ্নে বাপক ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা হিছাব উদ্দিন সুন্দরের সভ্যতা ছড়িয়ে জীবনের গল্প গুচ্ছ রাজনীতিতে ছড়িয়ে কেউ কেউ মানুষ

ের আপনজন হয়ে যান ভালোবাসায় সিক্ত হয়ে। মেহেরপুর আওয়ামী রাজনীতিতে সাবেক ত্যাগী প্রবীণ নেতা মোঃ হিছাব উদ্দিন এর সাথে একান্ত সাক্ষাৎকারে উঠে আসে তাঁর নব্বই বছর বয়সী জীবনের স্থানীয় আওয়ামী রাজনীতির খন্ড খন্ড অংশ। হিছাব উদ্দিন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশ শত একান্ব্বই সালে, এছাড়াও তিনি মেহেরপুর ২ আসন গাংনী থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে ছিলেন উনিশ শত একান্ব্বই এবং উনিশ শত চিয়ানব্বই সালে। হিছাব উদ্দিন " উনিশ শত চুয়ান্ন সালে ছাত্রলীগ এ সম্পৃক্ত হন, তিনি ছাত্র রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, ছাত্র লীগ সংগঠন টিকে সমৃদ্ধ যে কয়জন করেছিলেন তাঁর মধ্যে তিনিও একজন। অন্যদিকে মেহেরপুর জেলার সর্বজন শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাস গাংনীর সাবেক সংসদ সদস্য নুরুল হক এর নাম যেমন শোনা যায়, পাশাপাশি হিছাব উদ্দিন এর নামটিও দলের প্রবীণ নেতাদের কাছ থেকে শোনা যায়। তিনি বলেন মেহেরপুরের তৎকালীন রাজনৈতিক নেতাদের একাধিক জন পারিবারিক আত্মীয় হলেও রাজনীতির মাঠে কখনোই কাউকে ছাড় দেইনি। তাঁর লম্বা রাজনৈতিক জীবনে "নিজের চেয়ে দল বড়" এই নীতিকে বাস্তবে রূপ দিয়েছেন আওয়ামী রাজনৈতিক জীবনে যাত্রায়। এই প্রবীণ নেতা আরো বলেন আমি দীর্ঘ টা সময় আওয়ামী লীগ করে যাচ্ছি তবে অন্য দল মতের মানুষের সাথে সামাজিকভাবে যোগাযোগ ও ভালোবাসার চর্চা রয়েছে বন্ধুর মত। পত্রিকাটির অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন অযথা কারো সাথে মারামারি রক্তপাত আমার রাজনৈতিক আদর্শিক চিন্তা ছিল না কখনোই। প্রবীণ নেতা হিছাব উদ্দিনের ভালো লাগে সবার সাথে কথা বলতে, তাঁর মনো কষ্টের কথা বলতে গিয়ে বলেন রাজনীতিতে একলা চলো নীতি টা তাঁর একেবারে অপছন্দের। প্রবীর নেতা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন উনিশ শত চুয়ান্ন সালে কুষ্টিয়া টাউন হলে প্রিয় নেতার সাথে তাঁর কথা হয়, বঙ্গবন্ধু তাঁকে (হিছাব উদ্দিন) কে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা যুব সম্প্রদায় আগামী আন্দোলনের জন্য প্রস্তুত হও। হিছাব উদ্দিন আরো বলেন একাধিকবার আওয়ামী লীগ পার্টি প্রধান শেখ হাসিনার সাথে তাঁর কথা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। এই রাজনীতিবিদের উনিশ শত পয়ত্রিশ জন্ম সালে লেখাপড়া বি,এ পাস, সংসার জীবনে তিন ছেলে ও এক মেয়ে সহধর্মিনী ইহলোক ত্যাগ করেছেন। বয়সের ভারে নুয়ে পড়া এই রাজনৈতিক ব্যক্তিত্ব এখন মাঝেমধ্যে মেহেরপুরে কখনো গাংনীতে আবার ঢাকাতেও অবস্থান করেন ছেলে সন্তানের বাসা বাড়িতে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply