Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পল্লীতে এ যেন এক কৃষকের মাঠে নতুন কৃষক মেহেরপুরের মাটি ও মানুষের নেতা মাননীয় মন্ত্রী ফরহাদ হোসেন ।




পল্লীতে এ যেন এক কৃষকের মাঠে নতুন কৃষক মেহেরপুরের মাটি ও মানুষের নেতা মাননীয় মন্ত্রী ফরহাদ হোসেন ।

উন্নয়ন চিন্তার প্রত্যয় গুলো আলোক ছড়াচ্ছে, স্বপ্নের যেন হাট বসেছে শহরী ও গ্রামীণ জীবনের মানুষ সভ্যতায়। একজন বিচক্ষণ নেতার সুষ্ঠু পরিকল্পনায় সর্ব ক্ষেত্রেই জয় যাত্রার মহোৎসব, একটি মানুষের প্রতি আস্থা ও বিশ্বাসের জোয়ার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। মিথ্যারা সব পথ হারাচ্ছে কারো কারো অযৌক্তিক খায়েশ গুলো সাধারণ জনতা আমলে নেয় নি বলেই ঠিক পথেই এগিয়ে যাচ্ছে মেহেরপুর। সমৃদ্ধির মহাসড়কে নেতৃত্বের উচ্চ পর্যায় পৌঁছে গেছেন বলেই অধ্যাপক ফরহাদ হোসেন হয়ে গেছেন সেই কবে থেকে জনগণের আত্মার আত্মীয়। অন্যদিকে কৃষক তার কৃষি জমিতে পেয়েছেন এক নতুন কৃষক, ব্যবসায়ীরা পেয়েছেন দায়িত্বশীল এক বন্ধু প্রিয় দুঃখ সুখ কষ্ট শোনাবার রাজনৈতিক শ্রোতা এ বুঝি একের মধ্যে অনেক পাওয়ার সত্যি সত্যিই এক গল্প। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন কাজ প্রিয় নেতা হিসাবে দশটি বছরে তাঁর উন্নয়নের জাদুকারই সিদ্ধান্তে শহর ও গ্রামীণ জনপদে পাল্লা দিয়ে সুখ স্বপ্নের চাষ করে চলেছেন। ছিনতাই, ডাকাতি, হত্যা,টেন্ডারবাজি, রাহাজানী, ইভটিজিং এমন সব শব্দগুলো ক্রমান্বয়ে পথ হারাচ্ছে মেহেরপুরে। অপরদিকে মানুষ তার প্রয়োজনীয় কাজ সেরে রাত বিরাতে ফিরতে পারছে নিরাপদে পারিবারিক জীবনে। স্বাধীনতার অর্ধশত বছরের বেশি সময় আইনশৃঙ্খলা এমনটা ভালো কখনোই হয়নি বলে স্থানীয় সুশীল সমাজের মানুষ অনেকেই মনে করেন এবং পরিসংখ্যান সেটাই বলছে। মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা এবং অধ্যাপক ফরহাদ হোসেনের চেষ্টার সাফল্য হিসেবে মেহেরপুর জুড়ে উন্নয়নের সাক্ষী গুলো প্রকাশ্যে জানান দিচ্ছে বিভিন্ন স্থাপনার বাস্তবায়ন ও অগ্রগতির মধ্য দিয়ে। সাধারণ মানুষ তার বিবেকের সাথে বোঝাপড়া করেই জনপ্রিয়তার গণ'জোয়ারে অধ্যাপক ফরহাদ হোসেনের মতৈক্যের সাথে সম্পৃক্ত হচ্ছেন বলেই সমৃদ্ধির আলো ছায়াতে এগিয়ে যাচ্ছে মেহেরপুরের মানুষ প্রকৃতি আরো কত অধ্যায়। সাধারণ মানুষ ভালো মন্দের তফাৎ বুঝতে পারছে বলেই নন্দিত থেকে আরও নন্দিত হচ্ছেন গণমানুষের নেতা আমাদের অধ্যাপক ফরহাদ হোসেন। উন্নয়নের পক্ষে মানুষের সংখ্যা বাড়ছে বলেই ঠিক লক্ষে এগিয়ে যাচ্ছে মেহেরপুর, দলের দড়ি টানাটানি'তে অংশগ্রহণ করছে না আর শান্তিপ্রিয় জনতা। তাই ভরসার নেতা হিসাবে যোগ্যতার শ্রেষ্ঠত্ব ছড়িয়ে চলেছেন মেহেরপুরের এক আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। তাই সদর ইউনিয়ন আমঝুপী'র খোকসা গ্রামের এক কৃষক আবেগ তাড়িত হয়ে কয়েক মাস আগে বলেছিলেন মেহেরপুরের পল্লীতে এ যেন এক কৃষকের মাঠে নতুন কৃষক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply