Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে ইসরাইল-হামাস: ওয়াশিংটন পোস্ট




গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসানে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি খুবই শিগগিরই কার্যকর হতে চলেছে। সংঘাতের উভয় পক্ষ তথা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইল এরই মধ্যে ওই চুক্তিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। ৯ মাস ধরে চলা ইসরাইলের সামরিক আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ছবি: সংগৃহীত তিন স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের দ্বিতীয় স্তরে উভয় পক্ষই একটি অন্তর্বর্তী সরকারের হাতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতেও রাজি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বুধবার (১০ জুলাই) প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি আকস্মিক হামলা চালায় হামাস। ওইদিন ইসরাইলের সামরিক-বেসামরিক মিলিয়ে সহস্রাধিক মানুষ নিহত হয়। এছাড়া দুই শতাধিক নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৯ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর এ সময়ে আহত হয়েছে ৯০ হাজারেরও মতো মানুষ। আরও পড়ুন: ইসরাইলে ফের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুর দিকে গত বছরের নভেম্বরে মাত্র কয়েকদিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সময় উভয় পক্ষ কিছু সংখ্যক বন্দি বিনিময় করে। এরপর দ্বিতীয় যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত থাকলেও আজও তা কার্যকর হয়নি। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি হয়েছে এবং হামাস ও ইসরাইল উভয় পক্ষই চুক্তির কাঠামোতে রাজি হয়েছে বলে জানা যাচ্ছে। এখন চুক্তিটি কীভাবে কার্যকর করা হবে সেটা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে বুধবার এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানায়, চু্ক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। উপত্যকাটির নিয়ন্ত্রণ রাখবে না ইসরাইলও। তার বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। যার নিয়ন্ত্রণে থাকবে অধিকৃত পশ্চিম তীরভিত্তিক সরকার ফিলিস্তিনি অথরিটির (পিএ) সমর্থিত ও যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত ২ হাজার ৫০০ সদস্যের একটি নিরাপত্তা বাহিনী। আরও পড়ুন: বাসিন্দাদের গাজা শহর ছাড়ার নির্দেশ ইসরাইলের প্রতিবেদন মতে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের নেয়া গাজা অধিবাসীদের মধ্য থেকে। এরই ইসরাইল এরই মধ্যে ওই সব সদস্যদের যাচাই-বাছাই সম্পন্ন করেছে। এই বাহিনীকে মধ্যপন্থি আরব রাষ্ট্রগুলোও সমর্থন করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০০৭ সালে ফাতাহ সমর্থিত ফিলিস্তিনি অথরিটির কাছ থেকে ক্ষমতা দখল করে হামাস। এরপর থেকে গাজার নিয়ন্ত্রণ তাদের কাছেই রয়েছে। প্রায় দুই যুগ আগের ওই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর ফিলিস্তিনি অথরিটি ও হামাসের মধ্যে তীক্ত সম্পর্ক বিরাজ করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই পক্ষই চায় যুদ্ধ শেষ করতে। কারণ এখন ইসরাইলের লক্ষ্য হলো ওই অঞ্চলে ইরানপন্থি যেসব সশস্ত্র গোষ্ঠী আছে তাদের মোকাবিলা করার প্রস্তুতি নেয়া। অপরদিকে হামাসের অস্ত্র ফুরিয়ে আসায় তারা চায় যুদ্ধ বন্ধ হয়ে যাক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply