ফাইনালের আগে কেমন আছেন মেসিরা?
ছবি-এফপি
২০২১ সালে মারাকানার ফাইনাল। কোপা আমেরিকা জিতে সেদিন শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। এরপর একে একে আরও দুটি শিরোপা। বিশেষ করে ২০২২ সালে কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। লিওনেল মেসিও ক্যারিয়ারের সব আক্ষেপ মিটিয়ে ফেলেন।
টানা তিন শিরোপা জেতা আর্জেন্টিনার সামনে এবার আরেকটি ফাইনাল। কোপা আমেরিকার চলতি আসরের ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে আরেকটি শিরোপার মিশনে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু আগামী সোমবার ভোর ৬টায়।
মেগা ফাইনালের আগে কেমন কাটছে মেসিদের সময়? স্বাভাবিকভাবে ভক্তদের জানার আগ্রহ থাকতেই পারে। অধিনায়ক মেসি মেটালেন আগ্রহ। মায়ামিতে গতকাল স্থানীয় সময় দুপুরে আর্জেন্টিনার টিম হোটেলে সাক্ষাৎকার দেন মেসি। সেখানে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই একটু অন্যরকম হয়। কিন্তু আমরা পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও ভালো বোধ করছি। ম্যাচটা কেমন হবে সেটা নিয়েই আমরা ভাবছি।’
Advertisement
অধিনায়ক জানিয়েছেন ফাইনালের আগে শান্ত থাকার চেষ্টা করেছেন তারা। চেষ্টা করছেন প্রতিটা মুহূর্ত উপভোগ করার। মেসি বলেছেন, ‘সত্যিটা হলো আমি শান্তই আছি এবং মুহূর্তটির (ফাইনাল) অপেক্ষায় আছি। এখন সবকিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি। কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি মুহূর্ত উপভোগ করি।’
ক্লাব ফুটবলে মেসি মাতাচ্ছেন মায়ামির হয়ে। আর কোপার ফাইনালও খেলবেন ঘরের মাঠ মায়ামিতেই। যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে, প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।
No comments: