মোদির রাশিয়া সফরে চটেছেন জেলেনস্কি!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কো সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তার এই সফরের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার (৮ জুলাই) দুদিনের সফরে রাশিয়া পৌঁছান নরেন্দ্র মোদি। তবে ভারতের প্রধানমন্ত্রীর এ সফরকে ‘নিরাশাজনক’ ও ‘শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত’ বলে মনে করছেন জেলেনস্কি।
মঙ্গলবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বের ‘জঘন্যতম নেতা’ বলে অভিহিত করেন জেলেনস্কি। বলেন, ‘এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা হয়ে মোদি রাশিয়া সফরে গিয়ে জঘন্যতম অপরাধীকে জড়িয়ে ধরেছেন। এটি সত্যিই হতাশাজনক, যা ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত।’
আরও পড়ুন: মোদিকে জড়িয়ে ধরলেন পুতিন, খাওয়ালেন চা
একইসঙ্গে, মোদির এ সফর শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে বলেও দাবি করেন জেলেনস্কি।
সোমবার রাশিয়া সফরে গিয়ে মোদি মস্কোতে পুতিনের বাসভবনে তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। অন্যদিকে, একই সময়ে ইউক্রেনে ছোড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩৯ জন বেসামরিক নিহত হন। রুশ হামলায় ইউক্রেনের একটি শিশু হাসপাতাল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪১, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির
২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর এটিই ছিল মোদির প্রথম রাশিয়া সফর। এই সফর ভারত–রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন অনেকে।
No comments: