সিলেটে টিলা ধসে একই পরিবারের তিনজন মাটিচাপা
সিলেট নগরীতে টিলা ধ্বসে একই পরিবারের তিনজন মাটিচাপা পড়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল ৬টার দিকে মেজরটিলা-ইসলামপুরের চামেলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েন। ঘরটি টিলার নিচেই ছিল।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৬টার দিকে পাদদেশে বসবাসকারী দুটি পরিবারের উপর হঠাৎ টিলা ধসে পড়ে। এ সময় আশপাশের লোকজন এক পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আরেক পরিবারের ৩ জন এখনও আটকা আছেন।
মাটির নিচে চাপা পড়েছেন আব্দুল করিমসহ পরিবারের তিনজন। তাদের উদ্ধারের ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছেন।
এদিকে দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
No comments: