Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ২৬ বছর বয়সে মিলওয়াল গোলরক্ষকের মৃত্যু




ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়াল ও মোন্টেনেগ্রোর গোলরক্ষক মাতিয়া সারকিক ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৫ জুন) তার মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে মিলওয়াল। অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ছবি: সংগৃহীত অসুস্থ অবস্থায় মোন্টেনেগ্রোর বুদভা শহরের একটি বাসায় অবস্থান করছিলেন সারকিক। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তবে তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন সেটা জানা যায়নি। বিবৃতিতে মিলওয়াল জানায়, ‘২৬ বছর বয়সে মাতিয়া সারকিকের মৃত্যুতে শোকাহত মিলওয়াল ফুটবল ক্লাব। এ কঠিন সময়ে ক্লাবের সবাই মাতিয়ার পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। মাতিয়ার পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে এ সময়ে ক্লাব এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চায় না।’ আরও পড়ুন: কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা ১৯৯৭ সালে ইংল্যান্ডে জন্ম নেয়া সারকিকের ফুটবল ক্যারিয়ার শুরু ২০০৫ সালে বেলজিয়ামের অ্যান্ডারলেখটের ‍যুব দলে। এরপর ২০১৫ থেকে ২০১৭ সালে তিনি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার যুব দলে খেলেন। সেখান থেকে তিনি অ্যাস্টন ভিলার মূল দলে জায়গা করে নেন। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলায় ছিলেন তিনি। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। একাধিক ক্লাবের হয়ে এ সময়ে লোনে খেলার পর যোগ দেন উলভারহ্যাম্পটনে। ক্লাবটির মাত্র ৩ ম্যাচ খেলে ২০২৩ সাল পর্যন্ত আরও তিনটি ক্লাবের হয়ে লোনে খেলেন। শেষমেশ ২০২৩ সালে যোগ দেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালে। ক্লাবটির হয়ে মৃত্যুর আগ পর্যন্ত ৩৩টি ম্যাচে খেলেন তিনি। আরও পড়ুন: কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা দেখবেন না রোনালদিনহো! এদিকে ২০১৯ সালে মন্টেনেগ্রো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর খেলেছেন ৯টি ম্যাচ। গত ৬ জুন বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছিলেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply