Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শেষ মুহূর্তের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি, শেষ ষোলোতে সঙ্গী হলো সুইসরাও




উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ’র শেষ দফার খেলায় স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিলো সুইজারল্যান্ড। রোববার (২৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফ্রাঙ্কফুর্টের ডয়েচে ব্যাংক পার্কে ম্যাচের শেষ মুহূর্তে ফুলক্রুগের গোলে হার এড়ায় জার্মানি। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব সিক্সটিনের টিকিট পায় স্বাগতিকরা। এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয় সুইসরা। তবে গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউটে পৌঁছে গেছে তারাও। সুইসদের পক্ষে একমাত্র গোলটি করেন ড্যান এনডয়ে। ম্যাচের ১৬ তম মিনিটে সাময়িক আনন্দের উপলক্ষও পায় স্বাগতিকরা। এনড্রিসের দারুণ এক শট লক্ষ্যভেদ করলেও ভিএআরে মেলেনি গোল। ডি বক্সে জামাল মুসিয়ালার ফাউলই কাল হলো স্বাগতিকদের। ম্যাচের ২৮ তম মিনিটে রেমো ফ্রয়ারের বাড়ানো ক্রস নিখুঁত ভঙ্গিমায় জালে পাঠান ড্যান এনডোয়ে। এগিয়ে যায় সুইসরা। প্রথমার্ধের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি জামাল-রুডিগার-গুন্ডোয়ানরা। গোলের জন্য সাতটি শটের সবগুলো বিফলে যায় ডিম্যানশিফটদের। ১-০ লিডে বিরতিতে যায় সুইজারল্যান্ড। বিরতির পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি দারুণ সুযোগ তৈরি করে জার্মান ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। তবে সেই শট সহজেই ঠেকান সুইস গোলরক্ষক ইয়ান সমের। ম্যাচের ৮৩ তম মিনিটে আফসোস বাড়ে সুইসদের। বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়েন রুবেন ভার্গাস। ৮৫ তম মিনিটে হাভার্টজের ক্রস গোল পোস্টের কিছুটা উপর দিয়ে চলে যায়। কাউন্টার অ্যাটাকে যায় সুইসরা। তবে গ্রানিত জাকার শট রুখে দেন ম্যানুয়েল নয়্যার। ম্যাচের নির্ধারিত সময়ের সাথে অতিরিক্ত সময় যোগ হলে সেখানেই বাজিমাত করেন ফুলক্রুগ। ৯২ তম মিনিটে ডয়েচে ব্যাংক পার্কের গ্যালারিতে প্রাণের সঞ্চার আনেন এই বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ১-১ ড্র তে শেষ হয় ম্যাচ। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্র’য়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা জার্মানি। সমান সংখ্যক ম্যাচে ১ জয় ও ২ ড্র’য়ে ৫ পয়েন্ট পেয়ে টেবিলের দ্বিতীয়তে সুইসরা। স্বাগতিকদের সাথে রাউন্ড অব সিক্সটিনের টিকিট পেয়েছে তারাও। উল্লেখ্য, আগামী শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১টায় ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ‘সি’ গ্রুপ রানার্স আপের মুখোমুখি হবে জার্মানি। অপরদিকে, একই দিন ‘বি’ গ্রুপ রানার্স আপের মুখোমুখি হবে সুইসরা। গ্রুপে তৃতীয় স্থানের দল হাঙ্গেরির নকআউট নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply