বিজেপি জিতলে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি কেজরিওয়ালের
চলতি লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদির পরিবর্তে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অমিত শাহ ও অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত
কারাগার থেকে বের হওয়ার পর শনিবার (১১ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, ‘আগামী বছর মোদির বয়স হবে ৭৫ বছর। আর বিজেপিতে কারও ৭৫ বছর বয়স হয়ে গেলেই তিনি অবসর নেন। আদভানি, মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদিও অবসর নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী?
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। সুতরাং মোদি নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। তাহলে মোদির গ্যারান্টি পূরণ করবে কে?’
সংবাদ সম্মেলনে কেজরিওয়াল আরও বলেন, শিগগিরই তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন। আদভানি, মুরলি যোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, খাত্তার, রমন সিং-এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এরপর যোগী আদিত্যনাথের পালা। তিনি (প্রধানমন্ত্রী মোদি) যদি জয়ী হন তাহলে দুই মাসের মধ্যে ইউপির মুখ্যমন্ত্রী পরিবর্তন করবেন।
আরও পড়ুন: ‘এক জাতি, এক নেতা’ মিশন শুরু করেছেন মোদি, অভিযোগ কেজরিওয়ালের
বিজেপিকে নিশানা করে আম আদমি পার্টির প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন। সেই মিশনের নাম “ওয়ান নেশন ওয়ান লিডার”, যেখানে দেশের সব নেতাকে শেষ করে দিতে চান। বিরোধী দলের সব নেতাকে জেলে পাঠাতে চান।’
এদিকে কেজরিওয়ালের মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হায়দরাবাদে নির্বাচনী সভা শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির সেকেন্ড ইন কমান্ড বলেন, 'নরেন্দ্র মোদিজিকে রিপ্লেস করা হবে না। মোদিজিকে বদলানোর প্রয়োজনই নেই। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি সকলকে।'
আরও পড়ুন: ভোট ব্যাংকের জন্য মমতা সিএএ’র বিরোধিতা করছেন: অমিত শাহ
কেজরিওয়ালের করা দাবি নিয়ে স্পষ্টভাবে অমিত শাহ বলেন, 'সিদ্ধান্ত হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদিজিকে বদল করা হবে না। 'আমি কেজরিওয়াল অ্যান্ড কোম্পানিকে বলে দিতে চাই, মোদিজি ৭৫ বছরে পা দেবেন বলে আপনাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। বিজেপির সংবিধানে এটা কোথাও লেখা নেই, তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর এই বিষয়টিতে কোনো বিভ্রান্তি নেই।'
সূত্র: এনডিটিভি
No comments: