পাল্টাপাল্টি হামলার অভিযোগ ইউক্রেন-রাশিয়ার
রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্কের একটি তেলের ডিপোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (৭ মে) গভীর রাতের এই হামলায় পাঁচজন আহত হয়। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার দাবি, কিয়েভের এই হামলায় ডিপোজুড়ে ছড়িয়ে পড়ে আগুন। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।
এদিকে, বুধবার রাতভর ইউক্রেনজুড়ে ৭০টিরও বেশি মিসাইল-ড্রোন ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, অন্তত ৫০টি মিসাইল ও ২০টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যে কিয়েভ অঞ্চলে মিসাইল হামলায় অন্তত ১৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে দুই বেসামরিক
Tag: world
No comments: