প্রকল্পে অহেতুক অপচয় যেন না হয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রয়োজন বিবেচনা করেই উন্নয়ন প্রকল্পগুলো নিতে হবে। প্রকল্পের নামে অহেতুক অপচয় যেন না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
প্রধানমন্ত্রী আজ শনিবার (১১ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো প্রকল্প নেওয়ার আগে দেখতে হবে, সেটা জনগণের স্বার্থে কতটা প্রয়োজন এবং পরিবেশবান্ধব কি না। জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কাজেই সব ধরনের প্রকল্পই যেন টেকসই ও সাশ্রয়ী হয়।’
Advertisement
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইইবি’র নেতারাও বক্তব্য প্রদান করেন।
No comments: