Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শিক্ষার্থী বিক্ষোভ স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়




কয়েক সপ্তাহ ধরে চলা ইসরাইলবিরোধী বিক্ষোভের জেরে বৃহৎ পরিসরে অনুষ্ঠিতব্য স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ মে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানটি বাতিল হলেও চলতি সপ্তাহে এবং পরের সপ্তাহে স্বল্প পরিসরে স্কুলভিত্তিক অনুষ্ঠান করা হবে। খবর এপি’র। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত সোমবার (৬ মে) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে, আমরা আমাদের ক্লাস ও স্কুল স্তরের স্নাতক অনুষ্ঠানগুলোতে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে শিক্ষার্থী ও তাদের সহপাঠীদের আলাদাভাবে সম্মানিত করা হয়। আগামী ১৫ মে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ব্যাপী অনুষ্ঠানটি বাতিলের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও পড়ুন: ইসরাইলবিরোধী বিক্ষোভ / যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানে ২৫ শিক্ষার্থী গ্রেফতার গত ১৭ এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। এই সময়ে ইসরাইলকে সহায়তা বন্ধের দাবি জানাতে গিয়ে আটক হয়েছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে। তবুও দমে যাননি শিক্ষার্থীরা। পুলিশের দমন-পীড়ন, ধরপাকড় উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। আরও পড়ুন: দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরাইলবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে ধরপাকড় অব্যাহত ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র, ইরাক ছাড়াও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। এছাড়া উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, গাজায় আগ্রাসন বন্ধের পাশাপাশি ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও নেতানিয়াহু বাহিনীকে অস্ত্র সরবরাহ করে, এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরাইলবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে ধরপাকড় অব্যাহত গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে পুলিশের দমন-পীড়ন, ধরপাকড় উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় রোববারও (৫ মে) আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমর্সূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এর আগেও ফিলিস্তিনিদের পক্ষে নানা সময়ে বিক্ষোভ হলেও এবার শিক্ষার্থীরা নির্দিষ্ট দাবি তুলে ধরেছেন। যেখানে ফিলিস্তিনিদের দমনে ইসরাইলকে সমর্থন দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পর্কও আছে বিশ্ববিদ্যালয়গুলোর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply