Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইউক্রেনীয়রা ঈশ্বর ‘মনোনীত মানুষ’: জেলেনস্কি




ইউক্রেনীয়রা ঈশ্বর বা খোদার ‘মনোনীত লোক বা জাতি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঈশ্বর ইউক্রেনের অন্যতম ‘মিত্র’। আরটি। রোববার (৬ মে) অর্থোডক্স খ্রিস্টানরা যখন ইস্টার সানডে উদযাপন করছিলেন, তখন জেলেনস্কি কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিও বার্তায় তিনি রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘রাশিয়া ঈশ্বরের সমস্ত আদেশ ভঙ্গ করেছে।’ জেলেনস্কির ভাষায়, বিশ্ব এটা দেখছে, ঈশ্বরও জানেন। এবং আমরা বিশ্বাস করি, ঈশ্বরের কাঁধে ইউক্রেনের পতাকাসহ একটি শেভরন (বিশেষ প্রতীক) রয়েছে। সুতরাং এমন একজন মিত্র সাথে থাকলে জীবন অবশ্যই মৃত্যুর ওপর জয়ী হবে। ‘মনোনীত লোক বা নির্বাচিত জাতি’ ধারণাটি ইহুদি ধর্মের। ইহুদিরা বলে, তারা ঈশ্বর বা খোদার মনোনীত জাতি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ইহুদি ধর্মাবলম্বী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর থেকেই অন্যান্য ইহুদিদের সহমর্মিতা আদায়ের চেষ্টা করে আসছেন। আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে: ম্যাক্রোঁ ২০২০ সালে টাইমস অব ইসরাইলকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইহুদি বিধান পালনে তিনি আর দশ জনের মতোই। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের বেশিরভাগ ইহুদি পরিবার ধার্মিক ছিলেন না’। ওই সাক্ষাৎকারে ধর্মকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেন জেলেনস্কি। এমনকি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে হাত রেখেছিলেন। তবে গত ২০২২ সালে রুশ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি পাল্টে যায়। ইহুদি ধর্মের নানা অনুষঙ্গ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাতে শুরু করেন জেলেনস্কি। অভিযানের এক মাসের মাথায় মার্চ মাসের শেষ দিকে কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে হামলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে স্থানে প্রায় ৩০ হাজার ইহুদি নাৎসী গণহত্যার শিকার হয়েছিলেন, সেই জায়গার নির্মিত হলোকস্টের মেমোরিয়ালের কাছেই ওই হামলা হয়। এতে ‘ক্ষোভে’ ফেটে পড়েন জেলেনস্কি। আরও পড়ুন: এইডস আক্রান্তদেরও সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে ইউক্রেন! এক ভিডিওবার্তায় পশ্চিমা বিশ্বের কাছে বিশেষ করে ইহুদিদের কাছে সাহায্যের আবেদন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এক টেলিগ্রাম পোস্টে হিব্রু ভাষায় তিনি লেখেন, ‘সারা পৃথিবীর ইহুদিদের বলছি-এখানে কি ঘটেছে, তা কি দেখতে পেয়েছেন? এই দৃশ্য দেখে চুপ না থাকা সারা পৃথিবীর লাখ লাখ ইহুদির জন্য গুরুত্বপূর্ণ। কারণ নীরবতা থেকেই জন্ম নেয় নাৎসীবাদ।’ তবে জেলেনস্কি নিজেকে ইহুদি দাবি করলেও রুশরা তাকে ইহুদি মনে করেন না। যেমন ২০২২ সালের ১৬ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমার অনেক ইহুদি বন্ধু আছে। তারা বলে, জেলেনস্কি ইহুদি নন, তিনি ইহুদিদের জন্য কলঙ্ক।’ ওয়াই নেট নিউজ ও টাইমস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply