Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর নার্সিং কলেজ তিনবার সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ




মেহেরপুর নার্সিং কলেজ তিনবার সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ বারবার সময় বাড়িয়েও শেষ হয়নি ‘মেহেরপুর নার্সিং কলেজ’র নির্মাণকাজ। জেলার সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সিং কলেজটি নির্মাণ শেষ করার দাবি জেলাবাসীর। সর্বশেষ দেওয়া সময়ের মধ্যে এবার নির্মাণকাজ শেষ না হলে জরিমানা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

মেহেরপুরসহ আশপাশ ও নিকটবর্তী জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজনে ২০১৯ সালের এপ্রিলে ১৮০ আসন বিশিষ্ট নার্সিং কলেজের নির্মাণকাজ শুরু হয়। যার ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৬০ লাখ টাকা। কিন্তু দীর্ঘ ৪ বছরেও কাজ শেষ হয়নি নার্সিং কলেজের। এ পর্যন্ত ৩ বার আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে নিয়েছেন ঠিকেদারি প্রতিষ্ঠান ‘পিয়াস কন্সট্রাকশন’। সর্বশেষ সময় নেওয়া হয় জানুয়ারি মাস পর্যন্ত। তৃতীয়বার নেওয়া সময়েও শেষ হয়নি। যে ধীরগতিতে কাজ চলমান তাতে এখনো ঢের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে জেলাবাসীকে। ঠিকাদার প্রতিষ্ঠান পিয়াস কন্সট্রাকশন ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে দাবি করলেও সরেজমিনে দেখা যায় টাইলস, জানালা, দরজা, প্লাস্টার ইত্যাদি কাজ অবশিষ্ট। কোনো কোনো ভবনে পিলার নির্মাণ করা হলেও এখনো ছাদ ঢালায় কাজ শেষ হয়নি। এসব শেষ হওয়ার পরেই হবে পানির লাইন, বৈদ্যুতিক সংযোগসহ নানান কাজ। ঠিকেদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল মালেক জানান, করোনার কারণেই মাঝে কাজ বন্ধ রাখতে হয়েছে। পরে শ্রমিক সংকটের সঙ্গে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিতে বিপাকে পড়তে হয়। আবারও সময় বাড়ানোর আবেদন করা হবে বলেও জানান তিনি। হাসপাতালের সেবিকা নুরুন নাহার জানান, নার্সিং পেশায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এতদিন দূরের জেলায় যেতে হতো। এখানে নার্সিং কলেজ প্রতিষ্ঠা শেষ হলে আর দূরের জেলায় যেতে হবে না। চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের জানান, ৩ বার সময় বাড়ানো হয়েছে। ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। বর্ধিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবার বিধি মোতাবেক জরিমানা করা হবে। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, কলেকজটি চালু হলে মেহেরপুরসহ আশপাশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ জেলার আগ্রহীদের নার্সিং প্রশিক্ষণ সুবিধা হবে। কলেজটিতে বিএসসি, এমএসসি এমনকি এমএইচডি পর্যন্ত শিক্ষার সুবিধা থাকবে। মেহেরপুর জেনারেল হাসপাতালে অধিকাংশ ডিপ্লোমা সেবিকা রয়েছেন। কলেজটি চালু হলে আমরা অভিজ্ঞ সেবিকা পাব। ফলে জেলার স্বাস্থ্যসেবার মান অনেকাংশে বাড়বে। গ্রামের নার্সিং শিক্ষার্থীরা গ্রামের মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠাতে পারবে। ফলে জেলার প্রাথমিক চিকিৎসা অভাবে মৃত্যুহার অনেক কমবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply