Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ডিভি লটারির ফল প্রকাশের তারিখ জানা গেল




যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক কর্মসূচি ডাইভারসিটি ভিসা তথা ডিভি লটারির ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের গ্রিন কার্ড বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ৪ মে ডিভি-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হবে যা ওইদিন দুপুর ১২টার পর থেকে অনলাইনে জানা যাবে। ডিভি লটারি যুক্তরাষ্ট্রের বৈধভাবে অভিবাসী গ্রহণের একটি কর্মসূচি যা দেশটির পররাষ্ট্র দফতরের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে ড ডিভি লটারি যুক্তরাষ্ট্রের বৈধভাবে অভিবাসী গ্রহণের একটি কর্মসূচি যা দেশটির পররাষ্ট্র দফতরের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। ডিভি লটারি গ্রিন কার্ড লটারি বলেও পরিচিত। বিশ্বের নির্দিষ্ট কয়েকটি বাদে সবদেশের নাগরিকরা ডিভি লটারির আবেদন করতে পারেন। ২০১৩ সাল থেকে বাংলাদেশিদের জন্য ডিভি লটারির আবেদন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী এতে আবেদন করেন। তার মধ্য থেকে লটারির মাধ্যমে ৫৫ হাজার বিজয়ী বেছে নেয়া হয়। লটারি বিজয়ীদের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেয়া হয়। আরও পড়ুন: ডিভি লটারিতে ৫৫ হাজার অভিবাসী নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফল কবে এবার অর্থাৎ ২০২৫ সালের জন্য ডিভি লটারির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় গত বছরের (২০২৩) ৪ অক্টোবর। আবেদন শেষ হয় ৭ নভেম্বর। প্রায় চার মাস পর এবার ফলাফল ঘোষণার তারিখ জানালো যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউএস গ্রিন কার্ড বিভাগ বলেছে, ডিভি-২০২৫ এর ফলাফল আগামী ৪ মে, ২০২৪ থেকে পাওয়া যাবে! বিশ্বের সকল আবেদনকারীর জন্য শুভ কামনা! যে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য নথিপত্র জমা দিয়েছেন, তারা ই-মেইলের মাধ্যমে ফলাফলের বিজ্ঞপ্তি পাবেন!’ ডিভি লটারিতে নাম উঠল কি না জানবেন যেভাবে মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় বলা হয়েছে, যারা ডিভি-২০২৫ প্রোগ্রামের জন্য আবেদন করেছেন, তারা অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া লিংকে প্রবেশ করে লটারিতে নাম উঠল কি না তা চেক করতে পারবেন। এই প্রক্রিয়া শুরু হবে আগামী ৪ মে দুপুর ১২টা থেকে। প্রার্থীদের ভবিষ্যতের আবেদনের জন্য তাদের নিশ্চিতকরণ নম্বর আগামী ২০২৫ সালের ৩৯ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষণ করার পরামর্শ দেয়া হয়েছে। ডিভি লটারি প্রোগ্রামের যোগ্য কারা যুক্তরাষ্ট্রের বহুল আকাঙ্ক্ষিত গ্রিন কার্ড লটারিতে অংশগ্রহণের জন্য প্রধান দুটি শর্ত আবেদনকারীদের জন্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের জন্য যোগ্য এমন দেশের নাগরিক হতে হবে। কোন কোন দেশ বর্তমানে ডিভি প্রোগ্রামের জন্য যোগ্য তা ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে জানা যাবে। আবেদনকারীকে অবশ্যই উচ্চ বিদ্যালয় ডিগ্রিধারী হতে হবে কিংবা গত পাঁচ বছরের মধ্যে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমন একটি পেশায়; যার ন্যূনতম দুই বছরের প্রশিক্ষণ প্রয়োজন। লটারি জেতার পর গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন যেভাবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, আবেদনকারীকে ফরম আই-৪৮৫ পূরণ করতে হবে। এই ফরম পূরণের জন্য যা যা প্রয়োজন: পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জন্মসনদের কপি, আই-৬৯৩ ফরম, মেডিকেল পরীক্ষার রিপোর্ট ও টিকার রেকর্ড, অন-অভিবাসী ভিসাসহ পাসপোর্টের ফটোকপি (যদি প্রযোজ্য হয়)। আরও পড়ুন: ভারতীয়দের ‘গ্রিন কার্ড’ পেতে লাগবে ১৯৫ বছর! এছাড়া প্রবেশ বা প্যারোলের স্ট্যাম্পসহ পাসপোর্টের পৃষ্ঠার কপি (যদি প্রযোজ্য হয়), আই-৯৪ ফরম, আগমন/প্রস্থান রেকর্ড, আদালতের রেকর্ডের প্রত্যয়িত কপি (যদি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়), পররাষ্ট্র দফতর থেকে ডিভি ভিসা লটারির জন্য আবেদনকারীর বাছাই পত্রের কপি, ডিভি ভিসা লটারির ফি পরিশোধের রশিদ এবং আই-৬০১ ফরম পূরণ করতে হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply