ঈদ করতে কোথায় উড়াল দিলেন মিম?
বিদ্যা সিনহা মিম সবসময় নিজের মতো কাজ করতে পছন্দ করেন। শরিফুল রাজের সঙ্গে ‘পরান’ সিনেমায় সাফল্য অর্জন করেন এই অভিনেত্রী। কিন্তু এবার তেমন তোড়জোড় নেই সিনেমা নিয়ে। তাই অবসর কাটাতে উড়ে গেলেন পরিবারের সকলকে নিয়ে।
ম
শত কাজের মাঝে মিমের এবার একটু অবসর মিলেছে। তাই অপেক্ষা না করে ঈদের ছুটিতে পাড়ি জমালেন সিঙ্গাপুর।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার রাতের একটি ফ্লাইটে পরিবারের ১১ সদস্য নিয়ে দেশ ছাড়েন তিনি। পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন বলে জানান এই নায়িকা।
তবে সেই আভাস মিলেছে তার ফেসবুকেও। পরনে কালো প্যান্ট টপস সঙ্গে হালকা পিংক কালারের জ্যাকেট। কাঁধে সাদা রঙের ব্যাগ। মাথায় সাদা বর্ণের ক্যাপ শোভা পেয়েছে। এরকম এক ট্রাভেল লুক নিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
এ বিষয়ে মিম বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী।
আরও পড়ুন: চাঁদ রাতে মুক্তি পাচ্ছে ‘মনোগামী’
এবার সিনেমা মুক্তি না পেলেও দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন প্রচারে আসবে বলে জানা গেছে।
আরও পড়ুন: ধোঁয়াশা কাটিয়ে সুখবর দিলেন তাহসান-ফারিণ
Tag: Entertainment
No comments: