Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ইন্ডিয়ান পোস্টের ছাপের সাথে আসল ইন্ডিয়ান পোস্টের ছাপ মিলিয়ে দেখেছিলেন




অনেক পুরোনো দিনের কথা | রাজস্থানের যোধপুর সার্কিট হাউসে সোনার কেল্লার শুটিং চলছে.. শুটিংয়ের কাজে একটি ইনার লেটারের প্রয়োজন পড়ল | ইউনিটের একজন গেলেন সেই ইনার লেটার সংগ্রহ করে নিয়ে আসতে | অল্প সময়ের মধ্যেই সেই ইনার লেটার সংগ্রহ করে যোধপুর সার্কিট হাউসে পৌঁছালেন ইউনিটের সেই সদস্যটি | ইনার লেটারটি তুলে দিলেন সত্যজিৎ রায়ের হাতে | ইনার লেটারটি হাতে নিয়ে বেশ বিরক্ত হলেন সত্যজিৎ রায় | ইউনিটের সেই সদস্যটিকে বললেন, ইনার লেটার নিয়ে এসেছ ঠিকই,কিন্তু পোস্ট অফিসের ছাপ মেরে আনতে পারলে না ! সত্যজিৎ রায় বুঝলেন এখন যদি আবার ইনার লেটারটিতে পোস্ট অফিসের ছাপ মেরে নিয়ে আসতে হয় তাহলে অনেক সময় লাগবে,দেরি হবে শুটিংয়ের | অগত্যা উপায় ? সত্যজিৎ রায় তখন নিজেই একটি কালো কলম চেয়ে নিলেন ইউনিটের এক সদস্যের থেকে | এরপর নিজেই কলম দিয়ে ইন্ডিয়ান পোস্টের সেই গোল ছাপ আঁকতে শুরু করলেন | কিছুক্ষনের মধ্যেই এঁকে ফেললেন সেই ছাপ | অবিকল পোস্ট অফিসের ছাপের মত - কিছুটা স্পষ্ট,কিছুটা ভাল করে পড়েনি | সেদিনের শুটিং শেষ হতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ইউনিটের বেশ কিছু সদস্য সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ইন্ডিয়ান পোস্টের ছাপের সাথে আসল ইন্ডিয়ান পোস্টের ছাপ মিলিয়ে দেখেছিলেন | অবাক হয়েছিলেন সকলে | সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ছাপের ভিতরের লেখাগুলি আসল ইন্ডিয়ান পোস্টের ছাপের ভিতরের লেখার সাথে হুবহু এক | এমনকি সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ইন্ডিয়ান পোস্টের ছাপের মাপ আসল ইন্ডিয়ান পোস্টের ছাপের মাপের সঙ্গে একদম এক | একজন মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কি পর্যায়ের হলে এটা সম্ভব,তা সত্যিই বলার অপেক্ষা রাখে না | কিংবদন্তি সত্যজিৎ রায় | প্রয়াণ দিবসে শ্রদ্ধা🌷 ♦️তথ্যসূত্রঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply