জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সার্ক মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারি সফরে গিয়ে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ও জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) জাতিসংঘ দফতরে মহাসচিবের কার্যালয়ে তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। শুরুতে মহাসচিব গুতেরেস রাষ্ট্রদূত সারওয়ারকে স্বাগত জানান এবং সার্কের সঙ্গে সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের ইচ্ছা প্রকাশ করেন।
সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত সারওয়ার ২০০৪ সাল থেকে জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে সার্কের প্রতি জাতিসংঘের দৃঢ় প্রতিশ্রুতি এবং সমর্থনের প্রশংসা করেন।
সার্কের মহাসচিব ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তি সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: বাকৃবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নারের উদ্বোধন
এ প্রসঙ্গে সার্কের সঙ্গে ইউএনডিপি, এফএও, ইউএনইপি, ইউএনআইএসডিআর, ইউএনএএসসিএপি, ইউএনটিএডি, ইউনিসেফ, ইউনেস্কো, ডব্লিএইচও, ইউএনএআইডিএস, ইউএনএফপিএ এবং ইউএনওমেনসহ জাতিসংঘের সংস্থাগুলোর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উল্লেখ করেন রাষ্ট্রদূত সারওয়ার।তিনি বলেন, এইগুলোর বেশ কয়েকটি সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন ও পরিবর্ধন প্রয়োজন।
এ সময় তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রেসমূহ পুনঃনির্ধারণ ও সম্প্রসারণ এবং উভয় সংস্থার মধ্যে প্রকল্পভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রদূত সারওয়ার কাঠমান্ডুতে সার্ক সচিবালয় এবং জাতিসংঘের সংস্থাগুলোর একটি যৌথ বুদ্ধিভিত্তিক বৈঠকের প্রস্তাব করেন।
প্রস্তাবকে স্বাগত জানিয়ে মহাসচিব গুতেরেস সার্ক সচিবালয় ও জাতিসংঘের সদর দফতরের মধ্যে সরাসরি সংযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। কার্যকর সেক্টরাল কোঅপারেশনের স্বার্থে জাতিসংঘ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্ক সচিবালয়কে সংযুক্ত করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে তার অফিসকে নির্দেশ দেন।
আরও পড়ুন: গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহত: সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ
সচিবালয়ের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাকে টেকসই করার লক্ষ্যে রাষ্ট্রদূত সারওয়ার সার্ক সচিবালয়ের কর্মকর্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ করেন।
বৈঠকে সেক্রেটারি জেনারেল গুতেরেস সার্কের প্রতি জাতিসংঘের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যাক্ত করেন এবং উভয় কর্মকর্তা আগামী বছরগুলোতে সার্ক এবং জাতিসংঘের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও উন্নত করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।
Tag: English News politics world
No comments: