প্রেমিকার জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় বন্ধুকে হত্যা
প্রেমিকার জন্য বার্গার অর্ডার করেছিলেন এক যুবক। সেই বার্গারের একটু অংশ এক বন্ধু খেয়ে ফেলায় তাকে গুলি করে হত্যা করেন যুবক।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির ডিফেন্স ফেজ-৫ এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এআরওয়াই নিউজের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকারী দানিয়াল মীরবাহার এলাকার পুলিশের এএসপির ছেলে। আর হত্যার শিকার আলি কেরিও স্থানীয় এক বিচারকের ছেলে। নিজের বাসায় প্রেমিকা সাজিয়াকে দাওয়াত করেন দানিয়াল। ওই অনুষ্ঠানে বন্ধু আলি কেরিও এবং ভাই আহমের ছিলেন।
আরও পড়ুন: বিমানের নিচে ১০ ফুট লম্বা কুমির, আটকে গেল যাত্রা (ভিডিও)
প্রেমিকা সাজিয়া ও নিজের জন্য দুটো বার্গার অর্ডার করেন দানিয়াল। কিন্তু অর্ডার আসার পর সাজিয়ার বার্গারে এক কামড় দিয়ে একটু অংশ খেয়ে নেন বন্ধু আলি। এতে রেগে গিয়ে ঝগড়া শুরু করেন দানিয়াল। একপর্যায়ে গার্ডের হাত থেকে বন্দুক নিয়ে গুলি করেন তিনি। এতে গুরুতর আহত হন আলি।
আলিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারা যান তিনি। এরইমধ্যে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কর্মকর্তার ছেলেকে দায়ী করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। অভিযুক্ত দানিয়াল নাজিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে বিচারের অপেক্ষায় রয়েছেন।
No comments: