মুজিবনগর জয়পুর গ্ৰামে নগত টাকা সহ গবাদি পশু ও তিনটি বসত ঘর পুড়ে ছাই
েহেরপুর জেলার মুুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর দক্ষিণ পাড়ার শরিফুল ইসলাম ও আজিজুল ইসলামের বসত বাড়ীতে আগুন লেগে ঘরের আসবাব পত্রসহ দুই লক্ষ বিশ হাজার টাকা একটি গরু, ৭ টি ছাগল, ১১টি রাজ হাঁস ও ব্যাবহারের যাবতীয় কাপড়-চোপড় সহ তিন টি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি বুধবার দুপুর ১টা ৩০ এর দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে জয়পুর দক্ষিণ পাড়ার শরিফুল ইসলাম ও আজিজুল ইসলামের বাড়ির পাশে একটি তামাক ঘরে তামাক জাল হচ্ছিলো হঠাত দেখি তামাক ঘর দাউ দাউ করে জলে উঠছে কোন কিছু বুঝে ওঠার আগেই পাশে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে ।
এ সময চিৎকার চেচামিচি শুরু করি। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু কোন ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না।
খবর পেয়ে মুুজিবনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্হানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কোন মানুষের ও ক্ষতি না হলেও নগত টাকা থেকে শুরু করে গবাদি পশু ঘরের কোন কিছুই আগুনে পুড়তে বাকি নেই পুরো তিনটি ঘর পুড়ে ছাই । তবে শরিফুল ইসলাম ও আজিজুল ইসলাম বাড়ির আগুনে পুড়ে আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা নিবার্হি অফিসার খাইরুল ইসলাম বলেন অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরিফুল ইসলামকে দুই বাইন ঢেউ টিন নগত অর্থসহ শুকনা খাবার দেয়া হয়েছে, এবং আজিজুল ইসলামকে ১ বাইন ঢেউ টিন নগত অর্থসহ শুকনা খাবার দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন তাদের পাশে আছে বলে জানান তিনি।
Tag: others Zilla News
No comments: