বাটলারের সেঞ্চুরিতে ম্লান কোহলির শতক, ৬ উইকেটে হার বেঙ্গালুরুর
ভিরাট কোহলির সেঞ্চুরির জবাবে ছক্কা হাঁকিয়ে পালটা সেঞ্চুরিতে রাজস্থানকে ম্যাচ জেতালেন জস বাটলার। শনিবার (৬ এপ্রিল) জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে বেঙ্গালুরুর দেয়া ১৮৪ রানের লক্ষ্য ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় রাজস্থান রয়্যালস।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানের বড় জুটি গড়েন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ভিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। ৪৪ রান করে চাহালের বলে আউট হন ফাফ। এরপর বাকিরা রান না পেলেও কোহলি খেলেন ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস। আইপিএলে নিজের অষ্টম সেঞ্চুরি করার ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন ভিরাট।
অপরদিকে ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শূন্য রানেই জয়সোয়ালকে ফেরান রিস টপলি। এরপর জুটি গড়েন জস বাটলার ও সাঞ্জু স্যামসন। ১৪৮ রানের জুটি গড়ে দলকে অনেকখানি এগিয়ে নেন এই দুই ব্যাটার। ৬৯ রান করে ফেরেন স্যামসন। রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল দ্রুত ফিরলেও হেটমায়ারকে সঙ্গে নিয়ে অপরাজিত শতকে রাজস্থানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বাটলার।
Tag: English News games politics world
No comments: