শিক্ষাপ্রতিষ্ঠানে আর বাড়ছে না ছুটি
b
তীব্র দাবদাহের কারণে চলতি সপ্তাহজুড়ে বন্ধ রয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে, রোববার (২৮ এপ্রিল) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়ার সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, ৪ মে থেকে (শনিবার) শ্রেনি কার্যক্রম চালু রাখার পরিকল্পনাও রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। এমন প্রস্তুতি নেয়া হয়েছে বলেও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে, আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার জানিয়েছিলেন, চলমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান ২৮ এপ্রিলের পর খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।
No comments: