নেতানিয়াহু’র পদত্যাগ দাবি উত্তাল বিক্ষোভ, কোন পথে ইসরাইলের রাজনীতি?
সরকারবিরোধী অব্যাহত বিক্ষোভে বেকায়দায় পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৩১ মার্চ) রাতে জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্ট ভবনের বাইরে আগুন জ্বালিয়ে নেতানিয়াহু’র পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বিশ্লেষকরা বলছেন, ব্যাপক বিক্ষোভে স্পষ্ট হচ্ছে ইসরাইলের রাজনৈতিক বিভক্তি।
ছবি: সংগৃহীত
হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পদত্যাগের দাবিতে রোববার রাতে জেরুজালেমের রাজপথে নামেন হাজার হাজার ইসরাইলি। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
শহরের প্রধান মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহু’র পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে আশপাশ। আগাম নির্বাচনের দাবি জানান কেউ কেউ।
আরও পড়ুন: নেতানিয়াহু গুরুতর অসুস্থ, অপারেশন প্রয়োজন
এসময় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
বেশ কয়েকজনকে আটকও করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে, বাধা উপেক্ষা করে সোমবারও (১ এপ্রিল) নেতানিয়াহু’র ব্যঙ্গচিত্র হাতে রাস্তায় নামেন তারা। বিভিন্ন গণমাধ্যম বলছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ভূখণ্ডটিতে।
বিক্ষোভকারীরা বলেছেন, ‘আমরা এখানে এই সরকারকে অপসারণের জন্য একজোট হয়েছি। কেননা জিম্মিদের মুক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা।’
আরও পড়ুন: গোপনে ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!
এদিকে, দিন যতো যাচ্ছে ততোই উত্তপ্ত হয়ে উঠছে ইসরাইলের রাজনৈতিক অঙ্গন। দমন-পীড়ন চালিয়েও বিক্ষুদ্ধদের আটকে রাখা যাচ্ছে না। নেতানিয়াহুকে ইসরাইলের জন্য বিপজ্জনক বলছেন কেউ কেউ। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক বিভাজন প্রকাশ্যে আসছে বলেও মনে করছেন অনেকে।
Tag: English News others world
No comments: