ইন্দোনেশিয়ায় রোজা ২৯টি, ঈদ আজ
বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
বুধবার (১০ এপ্রিল) ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতীকী ছবি
১ মিনিটে পড়ুন
মঙ্গলবার ইন্দোনেশিয়ার ইসলামী বিষয়ক উপমন্ত্রী সাইফুল রহমত দাসুকি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।
এ বছর ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল।
এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আরও পড়ুন: ভারতের যে ৩ রাজ্যে বুধবার ঈদ
পাকিস্তানে ও ভারতের কিছু অঞ্চলের শাওয়ালের চাঁদ দেখা গেলেও বাংলাদেশে এটি দেখা যায়নি। ফলে বাংলাদেশের মুসল্লিরা এবার ৩০টি রোজা পালন করবেন।
অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হলেও মালয়েশিয়ায়ও এবার রোজা হয়েছে ২৯টি।
৩০ রোজা পূর্ণ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, বাহরাইন ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও। সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করবে এই দেশগুলো।
Tag: English News politics world
No comments: