মন্ত্রিসভা কমিটির সুপারিশ নাকচ, ৯ এপ্রিল খোলা থাকছে অফিস
বাংলাদেশ সরকার লোগো
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল সরকারি অফিস ছুটির বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে ওই দিন (৯ এপ্রিল) সরকারি অফিস খোলাই থাকছে।
আজ সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিসভার একজন সদস্য জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে যাবেন তারা চাইলে ছুটি নিতে পারবেন।
Advertisement
এরআগে গতকাল রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণার জন্য সুপারিশ করা হয়েছিল
Tag: English News lid news national
No comments: