Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাজায় হিরোশিমা-নাগাসাকির মতো বোমা ফেলার পরামর্শ মার্কিন কংগ্রেসম্যানের




ফিলিস্তিনের গাজায় জাপানের হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার পরামর্শ দিয়েছেন এক মার্কিন কংগ্রেসম্যান। বিরোধী দল রিপাবলিকান পার্টির এই রাজনীতিকের নাম টিম ওয়ালবার্গ। তিনি বলেছেন, গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ‘দ্রুত শেষ করতে’ হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলা উচিৎ। মার্কিন কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ। ছবি: সংগৃহীত হিরোশিমা ও নাগাসাকি জাপানের দুই প্রসিদ্ধ শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহর দুটিতে পরমাণু বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এর জেরে জাপানের আত্মসমর্পণ ত্বরান্বিত হয়। চূড়ান্ত জয় পায় মার্কিন জোট। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র হামাসের হামলার জেরে গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এরপর গত প্রায় ছয় মাস ধরে এই আগ্রাসন অব্যাহত রয়েছে। হামাস নির্মূলের কথা বললেও প্রধানত আবাসিক ভবন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও এই ধরনের বেসামরিক স্থাপনায় নির্বিচার বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। গত ছয় মাসে হাজার হাজার টন বোমা ফেলা হয়েছে। ফলে এরই মধ্যে সাজানো-গোছানো গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। আরও পড়ুন: নেতানিয়াহুর হার্নিয়ার অস্ত্রোপচার ‘সফল’ লক্ষাধিক নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনি হতাহত ও পঙ্গু হয়েছেন। ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই উদ্বাস্তু হয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন। ক্ষুধা ও দুর্ভিক্ষ জেঁকে বসেছে। এমন নাজুক পরিস্থিতির মধ্যে হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা মেরে দ্রুত যুদ্ধ শেষ করার কথা বলছেন মার্কিন কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ। মিশিগানের দক্ষিণাঞ্চল থেকে নির্বাচিত এই কংগ্রেস সদস্য গত ২৫ মার্চ নিজের নির্বাচনী এলাকার একটি টাউন হলে স্থানীয় ভোটারদের উপস্থিতিতে বক্তব্য দেন। সেখানে জাপানে মার্কিন বাহিনীর পরমাণু বোমা ফেলার প্রসঙ্গ টানেন টিম। সেই সঙ্গে গাজায় মার্কিন ত্রাণ সহায়তা বন্ধ করারও আহ্বান জানান তিনি। আরও পড়ুন: ইসরাইলে রাজনৈতিক বিভাজন আবারও প্রকাশ্যে সভায় দুর্ভিক্ষপীড়িত অবরুদ্ধ গাজাবাসীকে মানবিক ত্রাণ সহায়তা সরবরাহের লক্ষ্যে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করে ভূমধ্যসাগরে কেন অস্থায়ী বন্দর নির্মাণ করা হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে টিম বলেন, আমার মনে হয়, গাজাবাসীর জন্য আমাদের একটি অর্থও খরচ করা উচিত নয়। নাগাসাকি আর হিরোশিমার মতো করা দরকার। তাহলে এটি (যুদ্ধ) দ্রুত শেষ হবে। ইউক্রেন যুদ্ধ শেষ করতেও একই যুক্তি দিয়েছেন টিম। বলেছেন, ইউক্রেনের বেলাতেও একই পদক্ষেপ নেয়া উচিৎ। পুতিনকে দ্রুত পরাজিত করতে হবে। ইউক্রেনে ৮০% মানবিক উদ্দেশ্যে ব্যবহার করার পরিবর্তে, রাশিয়াকে নিশ্চিহ্ন করার জন্য ৮০-১০০% ব্যবহার করা উচিৎ। আমরা সেটাই চাই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply