Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে ৩৭ হাজার সজিনা গাছে বাম্পার ফলন, দামে খুশি চাষি




মেহেরপুরে ৩৭ হাজার সজিনা গাছে সজনের বাম্পার ফলন, দামে খুশি চাষি ‘

ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা,সজনে ডাটায় ভরে গেছে গাছটা,আর, আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি-খোকা তুই কবে আসবি! কবে ছুটি?’ কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা ‘মাগো, ওরা বলে’-এর বাস্তবচিত্র এখন মেহেরপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনায়। ছেলেদের প্রতি মায়েদের এমন আর্তির পাশাপাশি বানিজ্যিকভাবে সজিনা ডাটা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষিরা। সজিনা পাতা ও ডাটা পুষ্টি ও ভেজষগুনে ভরা সবজি হিসাবে খুব দামী। ফলে দিন দিন বসতবাড়ীর আশে পাশে, রাস্তার ধারে, ক্ষেতের আইলে এবং বানিজ্যিক সজনে ক্ষেত বাড়ছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায ৩৫ হেক্টর জমিতে ৩৫ থেকে ৩৭ হাজার সজিনা গাছ আছে। প্রতি হেক্টরে ফলন ৪ থেকে সাড়ে ৪ টন। দেশে ২টি জাত আছে, একটি হালো সজিনা ও আর একটি নজিনা। ভারত থেকে হাইব্রিড সজিনার জাত এদেশে এসেছে। এ জাতের বীজ বপন করে লাগাতে হয়। হাইব্রিড জাতের সজিনা গাছে দু’বার ফুল আসে। ফেব্রয়ারী-মার্চ ও জুন-জুলাই মাস। গত বছর জেলায় ৬০ হাজার সজিনার ডাল রোপন করা হয়েছে। সজিনা গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টি গুন অনেক বেশী। এ গাছের অনেক গুন থাকায়, এ গাছকে যাদুর গাছ বলা হয়। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মেহেরপুর জেলায় সর্বোচ্চ সজিনার ফলন হয়েছে। সজিনায় উচ্চ মূল্য পাওয়ায় চাষীরা খুশি। শুরুতে বাজারে সজিনার কেজি ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে বর্তমানে বিভিন্ন সাইজ হিসেবে ১৪০-২০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। ভাল দাম পাওয়ায় এখন রোজার মাসে এই সজনে ডাটা বিক্রি করে সামনে ঈদের কেনা-কাটা করছে অনেকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply