মুন্সীগঞ্জে সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী এলাকায় সুপার বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করছে।
রোববার (২৪ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কহিনূর আক্তার সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। পাশাপাশি উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে রয়েছে। বোর্ড কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে মেঘনা নদীর কিনারায় হওয়ায় সেখান থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
Tag: English News national
No comments: