পাকিস্তানের নতুন স্পিকার নির্বাচিত হলেন আয়াজ সাদিক
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা সরদার আয়াজ সাদিক।
পাকিস্তানের নতুন স্পিকার সরদার আয়াজ সাদিকভ। ছবি: সংগৃহীত
ডন জানিয়েছে, শুক্রবার (১ মার্চ) এক ভোটাভুটির মধ্যদিয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন সরদার আয়াজ সাদিক।
ভোট গণনা শেষে বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ বলেন, মোট ২৯১টি ভোট পড়েছে। এর মধ্যে সাদিক ১৯৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট।
জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হওয়ার পর আয়াজ সাদিক তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত মালিক আমির দোগারকে অভিবাদন জানান। এছাড়াও তিনি লতিফ খোসাসহ বিরোধী দলের অন্যান্য আইনপ্রণেতাদের সঙ্গে করমর্দন করেন।
আরও পড়ুন: পাকিস্তান /ইমরানপন্থি স্লোগানে উত্তাল পার্লামেন্ট, তার মধ্যেই নতুন সদস্যদের শপথ
শুক্রবার সকালে পাকিস্তানের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সংসদে অধিবেশন বসে। অধিবেশনে শুরুতে পিটিআই নেতা ওমর আয়ুব বক্তব্য শুরু করেন।
বক্তব্যে নির্বাচনে কারচুপির অভিযোগ করে তিনি পিএমএল-এনকে ‘চোর’ আখ্যা দেন। এ নিয়ে সংসদে আবারও হট্টগোল শুরু হয়। তবে তাকে থামিয়ে দেন বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসে। অধিবেসনের শুরুতেই শপথ নেন পার্লামেন্টের নতুন সদস্যরা (এমএনএ)। শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিষদ সচিবালয় সূত্রের বরাত দিয়ে ডন জানায়, রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রী পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ফের পিটিআইয়ের চেয়ারম্যান হলেন গহর আলি
ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থেকে জারি করা তফসিল অনুযায়ী, প্রার্থীরা শনিবার (২ মার্চ) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওইদিনই কাগজপত্র যাচাই-বাছাই শেষ হবে। তফসিলে আরও বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী নির্বাচনের পদ্ধতি সংসদ সদস্যদের (এমএনএ) সরবরাহ করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) থেকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে ওমর আইয়ুব খানকে প্রার্থী করেছে কারাবন্দি নেতা ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
Tag: English News politics world
No comments: