লিটন দাসের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ
ক্ল্যাসিক্যাল লিটন দাস বাদ পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দল থেকে। যা নিয়ে সরগরম দেশের ক্রিকেটপাড়া। প্রসঙ্গটি উঠেছিল তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনেও। জবাব দিতে গিয়ে লিটনের প্রশংসাই করেছেন মেহেদী হাসান মিরাজ।
বাদ পড়ার আগে পর পর দুই ম্যাচে শূন্য রানে আউট হন লিটন। ছবি: সংগৃহীত
সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রোববার বাংলাদেশ দলের বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মিরাজ। সেখানে লিটনের বাদ পড়ার প্রসঙ্গটি নিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করা হয়।
আরও পড়ুন: ডিপিএলে আবারো ইমনের সেঞ্চুরি
মিরাজ বলেন, ‘লিটন অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি যে ও বাদ পড়েছে এমন কিছু না, আবার কামব্যাক করতে পারবে। এটা আমি বিশ্বাস করি। কারণ ওর ভেতরে সেই পটেনশিয়াল আছে এবং আমরা জানি ও কী টাইপের প্লেয়ার। ও এখন হয়তো একটু অফফর্মে আছে। আবার খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে আসবে।’
No description available.
সংবাদ সম্মেলনে কথা বলছেন মিরাজ।
অতীতে ভালো করার সুবাদে একাদশে অটোচয়েজে পরিণত হন অনেকে- বাংলাদেশ টিমে এমন নজির আছে বহু। লিটন দাসও অটোচয়েজ ছিলেন বলে মনে করেন কেউ কেউ। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মিরাজ বলেন, ‘একটা বিষয় দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু আপনাকে পারফর্ম করেই খেলতে হবে। এখানে আমিও যদি ভালো না খেলি, তবে আমাকেও কিন্তু বাদ দেয়া হবে। ন্যাশনাল টিম এমন একটা জায়গা, আপনাকে পারফর্ম করে স্থায়ী হতে হবে। এটা এক-দুই দিন না। আপনি দেখেন, মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশকে, একটা জায়গায় এসেছে। তারপর আরও যারা খেলছে, রিয়াদ ভাই আছে, তিনি এখনও খেলছে। কিন্তু সবারই আপডাউন থাকে।’
Tag: English News games
No comments: