দেড়শ পেরিয়ে ছুটছে শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি : এএফপি
সিলেটে ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ে শুরু হয়েছে বাংলাদেশের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজ জয়ের সুযোগ আর নেই স্বাগতিকদের। অন্তত ড্র করে সিরিজ বাঁচানোই মূল লক্ষ্য শান্তদের। সেই লক্ষ্যকে সামনে রেখে বোলিংয়ে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও বাংলাদেশকে চাপে রেখেছে লঙ্কানরা।
আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে লঙ্কানরা। দুই ওপেনার মাদুশকা ও করুনারত্নের জুটিতে আসে ৯৬ রান। রান আউট হয়ে মাদুশকা ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন করুনারত্নে।
অবশেষে সাফল্যের দেখা পেল বাংলাদেশ
প্রথম সেশনে বেশকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পরবর্তীতে সেই সুযোগ কাজে লাগিয়ে আগে প্রথম সেশনে স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করেন লঙ্কানরা। অবশ্য, লাঞ্চ বিরতির পরই দ্রুত উইকেট হারায় দলটি। দলীয় ৯৬ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। আউটের আগে করেন ১০৫ বলে ৫৭ রান।
Tag: games
No comments: