অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কার বিশাল সংগ্রহ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি
প্রথম ইনিংসের ষষ্ঠ সেশনে এসে শ্রীলঙ্কাকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকেলে লঙ্কানরা দ্রুতই তিন উইকেট হারিয়েছে। এর আগে অবশ্য গড়েছে বিশাল সংগ্রহ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে আজ রোববার (৩১ মার্চ) বাংলাদেশের বিপক্ষে ১৫৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১০ উইকেটে ৫৩১ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল টস জিতে আগে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের কোনো সুযোগ দেয়নি সফররতরা। এর মধ্যে দুদিনে অন্তত চারটি সহজ ক্যাচ ছেড়েছে বাংলাদেশি ফিল্ডাররা। যার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের।
ওপেনিং জুটিতে ৯৬ রান আসে নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নের ব্যাট থেকে। ৫৭ রান করে রানআউট হন মাদুশকা। দ্বিতীয় উইকেটে ফের হতাশা বাংলাদেশ শিবিরে। ১১৪ রানের জুটি গড়েন করুনারত্নে ও কুশাল মেন্ডিস। ৮৬ রান করা করুনারত্নেকে বোল্ড করেন হাসান মাহমুদ। সেঞ্চুরির আশা জাগিয়ে ৯৩ রানে ফিরতে হয় কুশালকে। তাকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান সাকিব আল হাসান
No comments: