স্ত্রীর বান্ধবীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন প্রিন্স উইলিয়াম?
প্রিন্স উইলিয়ামের পরকীয়া নিয়ে আবারও গুঞ্জন উঠেছে। প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন লোকচক্ষুর আড়ালে থাকায়, বিষয়টি নিয়ে নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে রাজ পরিবারের ঘনিষ্ঠ লেডি রোজ হানবুরির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভবিষ্যতের এই রাজা।
কেট মিডলটন ও তার বান্ধবী রোজ হানবুরির সঙ্গে প্রিন্স উইলিয়াম। ছবি: সংগৃহীত
সোমবার (১৮ মার্চ) গ্ল্যামারের এক প্রতিবেদনে বলা হয়, রোজের বিষয়টি উঠে আসে ২০১৯ সালে দ্য সান পত্রিকার একটি প্রতিবেদনে। হানবুরি রাজপরিবারের কাছের একজন সদস্য। এ সূত্রেই কেটের বন্ধু হয়ে ওঠেন রোজ।
সে সময়ের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করে, উইলিয়ামের সঙ্গে সম্পর্কে জড়ানোর জেরে কেট ও হানবুরির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সেসময়, এক ব্রিটিশ কলামিস্ট প্রিন্স উইলিয়ামের এ সম্পর্কের ব্যাপারে ইঙ্গিত করে এক টুইট করে বলেন, এই সম্পর্কের কথা সবাই জানে। তবে পরে এই টুইটটি মুছে ফেলতে বাধ্য হন তিনি।
আরও পড়ুন: কেট মিডলটনের নতুন ছবি ঘিরে রহস্য, কোথায় হারালেন রাজবধূ?
সম্প্রতি পেটে অস্ত্রোপচারের জন্য রাজ পরিবারের বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা যায়নি কেট মিডলটনকে। যদিও অনেকেই অনুমান করছেন সম্পর্ক ভালো যাচ্ছে না উইলিয়াম ও কেটের মধ্যে। আর তার কারণ লেডি রোজ হানবুরি। তবে এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন হানবুরি। তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
এর আগে উইলিয়ামের বাবা রাজা তৃতীয় চার্লসের সম্পর্কেও এমন গুঞ্জন ওঠে। যা পরবর্তীতে সত্যি হয়। যে কারণে ভেঙে যায় চার্লস ও প্রিন্সেস ডায়ানার সংসার। সেই একই পথে হাঁটছেন কিনা উইলিয়াম তা নিয়ে জনমনে তৈরি হয়েছে তুমুল কৌতুহল।
Tag: English News politics world
No comments: