রানের পাহাড় গড়ে চা বিরতিতে শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি : এএফপি
প্রথম দুই ইনিংসে বাংলাদেশ-শ্রীলঙ্কার ব্যাটিং দেখে মনে হচ্ছিল সিলেটে উইকেট খুব একটা ব্যাটিংবান্ধব নয়। সেই, অনুমানকে ভুল প্রমাণ করল লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়ার সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ল সফরকারীরা।
আজ রোববার (২৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হন কামিন্দু ও ধনঞ্জয়া। সেঞ্চুরি হাঁকিয়ে ধনঞ্জয়া ফিরলেও এখনও টিকে আছেন কামিন্দু। প্রথম ইনিংসে পাওয়া ৯২ রানের লিড বেড়ে এখন ৪৩০। দলীয় সংগ্রহ সাত উইকেটে ৩৩৮ রান।
যদিও তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দিনের তৃতীয় ওভারেই খালেদের বলে স্লিপে থাকা মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিশ্ব ফার্নান্দো। ২৪ বলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশের বোলারদের কোনো পাত্তা না দিয়ে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ফের বড় জুটি গড়েন ধনঞ্জয়া।
১৬৪ বলে সেঞ্চুরি তুলে নেন ধনঞ্জয়া। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তোলে কামিন্দু। মাঝে অবশ্য ২-৩ বার বাংলাদেশের ভুলে জীবন পান ধনঞ্জয়া। শেষমেশ বহু চেষ্টার পর দলীয় ২৯৯ রানের মাথায় মিরাজের বলে তুলে মারতে গিয়ে জাকির হাসানের হাতে ক্যাচ দেন ধনঞ্জয়া। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৭৯ বলে ১০৮ রান। এটি ধনঞ্জয়ার টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। তার বিদায়ে ভাঙে এই জুটির ২৭৩ বলে ১৭৩ রানের জুটি।
ধনঞ্জয়ার বিদায়ের পরও রানের চাকা থেমে থাকেনি লঙ্কানদের। প্রভাত জয়সুরিয়াকে নিয়ে দলকে এগিয়ে নেন কামিন্দু। ১৭১ বলে তুলে নেন সেঞ্চুরি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১০০ রানে অপরাজিত কামিন্দু ও ১৩ রানে জয়সুরিয়া
Tag: English News national
No comments: