কাবায় নজর কাড়লেন ৮ ফুট উচ্চতার হাজি, ভিডিও ভাইরাল
হাজারো মানুষের ভিড়ে তাকে আলাদা করেই চোখে পড়ে। এতটাই লম্বা যে, অন্য সব হাজিদের মাথা থাকে তার কোমরের কাছাকাছি। পবিত্র কাবা শরিফে সবার নজর কেড়েছেন প্রায় ৮ ফুট লম্বা এই ব্যক্তি। কাবায় উপস্থিত অন্যান্য মুসল্লিদেরকে ওই ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে।
ভিডিওতে ওই ব্যক্তিকে কাবা শরিফ তাওয়াফসহ হজের অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে দেখা গেছে। ছবি: ভিডিও থেকে নেয়া
সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, অস্বাভাবিক লম্বা এই হাজির পরিচয় জানা না গেলেও শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে, তিনি আফ্রিকার কোনো একটি দেশের নাগরিক হবেন।
সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তিনি বিশ্বের অন্যতম লম্বা একজন ব্যক্তি। ভিডিওতে ওই ব্যক্তিকে কাবা শরিফ তাওয়াফসহ হজের অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে দেখা গেছে।
আরও পড়ুন: প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা শরিফ দেখালেন নিরাপত্তাকর্মী
তাকে নিয়ে যে অন্যান্য মুসল্লিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তা বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে। অনেকেই তার ভিডিও ফেসবুক, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা ওই হাজিকে শুভকামনা জানান।
Tag: English News politics world
No comments: