Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইসরাইলের কাছে পাঁচ মাসে শতাধিকবার মারণাস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের




গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও অর্থ ও অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ওয়াশিংটন ইসরাইলের কাছে শতাধিকবারেরও বেশি অস্ত্র বিক্রয় অনুমোদন করেছে। এমনকি ইসরাইলি নেতারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোনো উদ্যোগ না নিলেও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। প্রতিবেদন মতে, সাম্প্রতিক এক গোপন নথিতে মার্কিন কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদেরকে জানিয়েছেন, হাজার হাজার প্রেসিশন-গাইডেড অস্ত্র, ছোট ব্যাসের বোমা, বাঙ্কার বাস্টার, ছোট অস্ত্র ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্রসরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ফিলিস্তিনিদের ওপর শত বছরের নজিরবিহীন নির্যাতন-নিপীড়ন ও সম্প্রতি বারবার আল আকসা মসজিদের অবমাননার জবাবে গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাসসহ ফিলিস্তিনের সশস্ত্র কয়েকটি গোষ্ঠী। এরপরই হামাস নিয়ন্ত্রিত গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল যা গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। আরও পড়ুন: কার্গো জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, ২ নাবিক নিহত ইসরাইলের নির্বিচার হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। এছাড়া ৩০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২২ হাজারেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার। ইসরাইলের এই হত্যাযজ্ঞকে এরই মধ্যে গণহত্যা অভিহিত করেছে দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ। গণহত্যার অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও কেরে দক্ষিণ আফ্রিকা। সেই শুরু থেকেই এই গণহত্যায় জোরালো রাজনৈতিক সমর্থন এবং অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে চলেছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট বলেছে, ইসরাইলের যুদ্ধনীতি নিয়ে অনেক শীর্ষ মার্কিন কর্মকর্তার গভীর উদ্বেগ সত্ত্বেও শতাধিকবার অস্ত্র বিক্রির অনুমোদনের মানে হলো পাঁচ মাসব্যাপী সংঘাতে ব্যাপকভাবে জড়িত পড়েছে ওয়াশিংটনও। প্রতিবেদন মতে, এতবার অস্ত্র বিক্রির অনুমোদন দিলেও মাত্র দুইবারের কথা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এই দুইবারও কংগ্রেসকে পাশ কাটিয়ে অস্ত্র বিক্রিতে সায় দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও পড়ুন: নেতানিয়াহু পশ্চিমাদের উসকানিতে গাজায় গণহত্যা চালাচ্ছেন: এরদোয়ান এর মধ্যে একটির ক্ষেত্রে পৌনে ১৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করা হয়। যার অনুমোদন দেয়া হয় গত ডিসেম্বরের শেষ দিকে। আর গত ডিসেম্বরের শুরুর দিকে ট্যাংকের ১৩ হাজার গোলা বিক্রি করে যুক্তরাষ্ট্র। যার মূল্য ছিল ১০ কোটি ৬০ লাখ ডলার। কংগ্রেসকে এড়িয়ে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অনেকটা বিরল ঘটনা। যদিও এর আগে চারবার এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে ২০ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply