Sponsor



Slider

    দেশ

    মেহেরপুর জেলা খবর

    মেহেরপুর সদর উপজেলা


    গাংনী উপজেলা

    মুজিবনগর উপজেলা

    ফিচার

    খেলা

    যাবতীয়

    ছবি

    ফেসবুকে মুজিবনগর খবর

    » » » » মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপুটে জয়




    রোমেরোর গোলের পর আর্জেন্টিনার উদ্‌যাপনএএফপি চোটের কারণে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন লিওনেল মেসি। তবে যুক্তরাষ্ট্রের প্রথম প্রীতি ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। বিশ্ব চ্যাম্পিয়নদের একচেটিয়া দাপটের ম্যাচে শক্তি সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা এল সালভাদর হেরেছে ৩-০ গোলে। আর্জেন্টিনার হয়ে গোল ৩টি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো। আরও পড়ুন মেসি চোট কাটিয়ে মাঠে ফিরবেন কবে মেসি চোট কাটিয়ে মাঠে ফিরবেন কবে তিন গোলে পাওয়া এ জয় অবশ্য ম্যাচে আর্জেন্টিনার দাপুটে ফুটবলকে বোঝাতে মোটেই যথেষ্ট নয়। এদিন বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি—কোথাও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি এল সালভাদর। প্রায় পুরোটা সময় আর্জেন্টিনার আক্রমণের ঝড়গুলো সামলে সময় পার করেছে তারা। আর্জেন্টিনার ৮০ শতাংশ বল দখলের বিপরীতে এল সালভাদর দখলে বল ছিল মাত্র ২০ শতাংশ সময়। আর আর্জেন্টিনা যেখানে ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর সেখানে শটই নিতে পেরেছে মাত্র ২টি। দুই দলের পরিসংখ্যানে বিশাল পার্থক্যেই মূলত ফুটে উঠছে ম্যাচের প্রকৃত চিত্র। আর্জেন্টিনা কিছু সহজ সুযোগ মিস না করলে এবং এল সালভাদরের রক্ষণ ও গোলরক্ষক দারুণভাবে কিছু আক্রমণ ঠেকিয়ে না দিলে ব্যবধানটা আরও বড় হতে পারত। গোলের পর উচ্ছ্বসিত এনজো ফার্নান্দেজ গোলের পর উচ্ছ্বসিত এনজো ফার্নান্দেজএএফপি ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে যেতে শুরু করে আর্জেন্টিনা। মাঝমাঠের দখল নিয়েই আক্রমণগুলো তৈরি করে তারা। আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলার ফল পেয়েছে ম্যাচের ১৬ মিনিটে। কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে লিড এনে দেন রোমেরো।






    «
    Next
    বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী ডব্লিউএইচও
    »
    Previous
    নাইজারে সন্ত্রাসী হামলায় ২৩ সৈন্য নিহত

    No comments:

    Leave a Reply