Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেয়র পদ নিয়ে শঙ্কিত ক্ষমতা অপব্যাবহারে মেহেরপুর পৌর মেয়র গ্যাড়াকলে




ক্ষমতা অপব্যাবহারে মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র মাহফুজুর রহমান গ্যাড়াকলে কর্মচারীদের দুই বছরের ছয় কোটি টাকা বকেয়া বেতন প্রদান করেনি ।তািই তাকে দশ দিনের মধ্যে জবাব দিতে বলেছে।নচেত তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবে মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার ৯২ জন কর্মকর্তা-কর্মচারীর ২৫ মাসের বেতন-ভাতা বাবদ ৬,০৪,৩১,৭৫৯/- (ছয় কোটি চার লক্ষ একত্রিশ হাজার সাতশত উনষাট) টাকা বকেয়া রয়েছে মর্মে উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর কর্তৃক গত ২৩/১১/২০২৩ তারিখের ৫৭২ নং স্মারকমূলে এ বিভাগকে অবহিত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়: কারণ দর্শানোর নোটিশ। সূত্র : (১) এ বিভাগের মনিটরিং-২ শাখার স্মারক নং-৩৬, তারিখ: ০৭ মার্চ ২০২৪ খ্রি.। (২) জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর এর স্মারক নং-৫৭২, তারিখ: ২৯ নভেম্বর ২০২৩খ্রি.। মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার ৯২ জন কর্মকর্তা-কর্মচারীর ২৫ মাসের বেতন-ভাতা বাবদ ৬,০৪,৩১,৭৫৯/- (ছয় কোটি চার লক্ষ একত্রিশ হাজার সাতশত উনষাট) টাকা বকেয়া রয়েছে মর্মে উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর কর্তৃক গত ২৩/১১/২০২৩ তারিখের ৫৭২ নং স্মারকমূলে এ বিভাগকে অবহিত করা হয়েছে। 2। 10 স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এবং ৯১ এর উপ-ধারা (৪) নিম্নরূপ উল্লেখ রয়েছে: ৯১ (৪)। পৌরসভার তহবিলে সময়ে সময়ে জমাকৃত অর্থ নিম্নরূপ অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ করিতে হইবে: (ক) পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন ও ভাতা প্রদান; ৩২। মেয়র ও কাউন্সিলর অপসারণ: (১) মেয়র অথবা কাউন্সিলর তাহার নিজ পদ হইতে অপসারণযোগ্য হইবেন, যদি তিনি- (ঘ) অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন; ব্যাখ্যা: এই উপ-ধারায় বর্ণিত অসদাচরণ বলিতে ক্ষমতার অপব্যবহার, ধারা ২৮ অনুযায়ী সম্পত্তি সম্পর্কিত ঘোষণা প্রদান না করা কিংবা অসত্য হলফনামা দাখিল করা, এবং বিধি-নিষেধ পরিপন্থী কার্যকলাপ, দুর্নীতি, অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, ইচ্ছাকৃত অপশাসন ইত্যাদি বুঝাইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (১) এ বর্ণিত কারণে মেয়র বা কাউন্সিলরকে অপসারণ করিতে পারিবে। (৩) অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত করিবার পূর্বে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, অভিযোগের তদন্ত এবং সংশ্লিষ্ট মেয়র বা কাউন্সিলরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হইবে। এমতাবস্থায়, মেহেরপুর পৌরসভার ৯২ জন কর্মকর্তা-কর্মচারীর ২৫ মাসের বেতন-ভাতা বকেয়া থাকায় এবং নিয়মিত বেতন- ভাতা পরিশোধ না করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা-৩২ অনুযায়ী অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 28/06/2028 মোঃ আব্দুর রহমান উপসচিব ফোন: +৮৮০29514142 ইমেইল: Igpaura1@lgd.gov.bd মেয়র মেহেরপুর পৌরসভা মেহেরপুর স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা www.lgd.gov.bd নং- 86.00.0000.063.31008.12- ७৬ শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি ১০ চৈত্র ১৪৩০ তারিখঃ ২৪ মার্চ ২০২৪ ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply