Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সরকারের বেঁধে দেয়া দামে কোন কৃষি পন্য বিক্রি হচ্ছে না মেহেরপুরে।




পাইকারী বাজারে দাম না কমার অজুহাতে ব্যবসায়িরা আগের দামেই সব কিছু বিক্রি করছেন। বাজার দর তদারকিসহ সরকারের নির্দেশনা বাস্তবায়নে সরকারের কোন সংস্থাকেও দেখা যায়নি। তবে জেলা কৃষি বিপনন কর্মকর্তা বলছেন- বাজার মনিটরিং করা হবে। জেলার বভিন্নি বাজার ঘুরে দখো গছে,েইফতারী পন্য খেজুরের দাম আগের মতই আছে। জিহাদী খেজুরের দাম সরকারীভাবে ১৮৫ টাকা নির্ধারন করলেও তা বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা কেজি দরে। তেমনি ভাবে ১৩০ টাকার মসুর ডাল ১৪০ টাকায়, ১৬৫ টাকা মুগডাল বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। ছোলার দাম ৯৮ টাকা নির্ধারণ করা হলেও সেটি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ১২০ টাকার বেসন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা থেকে ১৮০ টাকা দরে। সবজির মধ্যে বেগুনের দাম স্থিতিশীল থাকলেও সীম ও আলুর বাজার লাগাম ছাড়া। প্রতি কেজি সীম ৬৫ টাকা ও আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪৫ টাকায়। বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায় আর টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকায়। গাজর ৮৫ টাকা, শরবতের জন্য বেল আকার ভেদে ৬০ টাকা থেকে ১২০ টাকায়। গরুর মাংস প্রতি কেজির দাম ৬৬৪ টাকা নির্ধারণ করা হলেও ৭৫০ টাকা থেকে ৮০০ টাকায় আর ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০৫০ টাকা থেকে ১১০০ টাকা। মাছের বাজার একটু চড়া তবে দেশী মাছের ক্ষেত্রে দাম আকাশ চুম্বী। কাতল মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজি দরে। টাকি মাছ ৩৫০ টাকা ও মাগুর মাছ প্রতিকেজি ৫০০ টাকা থেকে ৫২০ টাকা। সিলভার কার্প আকার ভেদে ২২০ টাকা থেকে ৪৫০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৭৫ টাকার স্থলে বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকা, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকা কেজি দরে। ক্রেতা সাধারনের মতে, সরকার রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে পরিপত্র জারি করেন। ১৫ মার্চ কৃষি বিপণন অধিদপ্তর বাজার সংযোগ শাখা থেকে জারীকৃত পরিপত্রের নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আর এটি বাস্তবায়নে সরকারের বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং করবেন। অথচ আজো কোন সংস্থা বাজার মনিটরিংয়ে দেখা যায়নি। ব্যবসায়িরা তাদের মর্জি মাফিক দামে পন্য বিক্রি করছেন। সরকার যদি বাজার মনিটরিং করে, তবে খুব দ্রæতই দাম ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলেও জানান ক্রেতা সাধারণ। গাংনী বাজারের মাংস ব্যবসায়ি জাহাঙ্গির, হেমায়েতপুর বাজারের মাংস ব্যবসায়ী নাগর ও ইয়ামিন জানান, বাজারে ছাগল- গরুর দাম চড়া। যে দামে ছাগল গরু কিনে আনা হয় সে অনুযায়ি দাম ধরে বিক্রি করা হয়। কেজি প্রতি ১৫ টাকা লাভ যোগ করে মাংস বিক্রি করা হয়। বেশি দামে কিনে বাজারে তো সস্তা দামে বিক্রি সম্ভব না। মাংসের বাজার নির্ধারণ করার আগে গরু ছাগলের দাম নির্ধারণ করা জরুরী। ছাগলের মাংস বিক্রেতা বামন্দীর আরিফ কসাই জানান, বাজারে ছাগলের দাম বেশি। বিশেষ করে বøাক বেঙ্গল ছাগল কেনা বড়ই কষ্ট। বেশি দামে ছাগল কিনে কি অল্প দামে মাংস বিক্রি সম্ভব ? এমন প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়টি কৃষি বিপনন অধিদপ্তরের। তার পর নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন বাজার মনিটরিং করছে। বেশি দামে কেউ পন্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বভিন্ন বাজার পরিদর্শন করা হচ্ছে এবং আগামীতেও নিয়মিত মনিটরিং করা হবে। যারা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply