মস্কোয় হামলাকারীরা বিদেশি নাগরিক: রাশিয়া
রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় গেফতার চার ব্যক্তি রাশিয়ার নাগরিক নন। তারা সবাই বিদেশি নাগরিক। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির।
মস্কোর কনসার্টে গান শুরুর আগে থিয়েটারে ঢুকে গুলি ছুড়তে শুরু করেন কয়েকজন সশস্ত্র ব্যক্তি। ছবি: সংগৃহীত
বিভিন্ন রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা তাজিকিস্তানের নাগরিক। দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। আর আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন দল সক্রিয় রয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তাদের মধ্যে হামলাকারী চার অস্ত্রধারীও রয়েছেন।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে জড়ো হয়েছিল শত শত মানুষ। তবে, গান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে কয়েকজন সশস্ত্র ব্যক্তি থিয়েটারে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করেন। এ ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে সবশেষ জানা গেছে।
আরও পড়ুন: সন্ত্রাসী হামলায় কাকে অভিযুক্ত করলেন পুতিন
এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এদিকে, এ ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: মস্কোয় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩
কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর এটি একটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।
Tag: English News politics world
No comments: