যুক্তরাজ্যের কার্গো জাহাজে হুতির ড্রোন হামলা
লোহিত সাগরে যুক্তরাজ্যের একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এএফপির।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে বিষয়টি নিশ্চিত করেছে।
আমব্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের পশ্চিমাঞ্চলে বার্বাডোজের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটির আংশিক ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আমব্রে আরও জানিয়েছে, জাহাজটি দক্ষিণে বব আল-মান্দেব প্রণালীর দিকে এগিয়ে যাওয়ার আগে কৌশলে গতি বাড়িয়ে দিয়েছিল।
আরও পড়ুন: হুতিদের স্থাপনা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা
তবে ব্রিটিশ জাহাজে নতুন এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরা।
গেল বছর হামাস ও ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। এ হামলার জবাবে ইয়েমেনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনী। সবশেষ রোববার (৪ ফেব্রুয়ারি) হুতিদের ক্রুজ মিসাইল ও ৪টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
No comments: