Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুজিবনগর মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।




মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিকটবর্তি কেদারগঞ্জ বাজারের অদূরের মাঠের ভূট্টাক্ষেত থেকে আইউব আলী (৬০) নামের এক মানষিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবন্ধী আইউব আলী মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটিদল কেদারগঞ্জ-রামনগর গ্রামের মধ্যেবর্তি তারের কােল মাঠ নামক স্থানের জনৈক হুদা মাস্টারের ভূট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান,বুধবার সকালে আইউব আলী বাড়ি বের হয়ে আর ফিরেনি। পরিবারের লােকজন অনেক খােঁজাখুজি করে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কেদারগঞ্জ-রামনগর গ্রামের তারের কােল মাঠের ভূট্টাক্ষেতে আইউব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা। মরদেহ কিছু অংশ শিয়ালে খেয়েছে ফেলেছে। বিষয়টি পুলিশকে জানানাে হয় ৷ পরে মুজিবনগর থানা পুলিশের একটিদল মরদেহ উদ্ধার করে। আইউব আলীর পরিবার সূত্র জানায়,আইউব কিছুটা মানষিক রােগী ছিল। সে একদিন আগে নিখােঁজ হয়। কিভাবে মারা গেছে বুঝতে পারছিনা। কৃষক মিনারুল ইসলাম জানান,আমরা কয়েক কৃষক ভূট্টাক্ষেতের পাশে একটি কলাবাগানে কাজ করছিলাম। এসময় ভূ্ট্টাক্ষেতের অংশে মরদেহ দেখতে পায়। মরদেহের কিছু অংশ শিয়ালে খেয়ে ফেলেছে। মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান,মরদেহ দেহের কিছু অংশ ক্ষত রয়েছে। আইউব আলীর কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের পর বিষয় পরিস্কার বলা সম্ভব হবে। মরদেহ উদ্ধার করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply