ভালোবাসা দিবসে চন্দ্রাভিযানে নামছে যুক্তরাষ্ট্র
চাঁদে নতুন করে নভোযান পাঠানোর জন্য ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনটিকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা- নাসা।
অভিযানটি সফল হলে এটি হবে পাঁচ দশক পর মার্কিন নভোযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রথম ঘটনা। ফাইল ছবি
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আগের চন্দ্রাভিযানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন করে এ নভোযান পাঠানোর উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র।
জানা গেছে, এবারের অভিযানে হিউস্টনভিত্তিক কোম্পানি ইনশুইটিভ মেশিনসের তৈরি একটি ল্যান্ডার ব্যবহার করা হবে। ল্যান্ডারটি যুক্ত থাকবে স্পেসএক্সের একটি রকেটের ওপরের দিকে।
আরও পড়ুন: চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল জাপান
এদিকে এ চন্দ্রাভিযান ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে। কারণ, অভিযানটি সফল হলে এটি হবে পাঁচ দশক পর মার্কিন নভোযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রথম ঘটনা। পাশাপাশি বেসরকারিভাবে পরিচালিত প্রথম সফল চন্দ্রাভিযানও হবে এটি।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৭ মিনিটের দিকে নভোযানটি চাঁদের অভিমুখে যাত্রা শুরু করবে। আর ২২ ফেব্রুয়ারি এটির চাঁদের দক্ষিণ অংশের কাছে অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন: চাঁদের পর সূর্য ‘স্পর্শ’ ভারতের, গন্তব্যে আদিত্য এল-১
এ অভিযানে বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলো সরবরাহের জন্য ইনশুইটিভ মেশিনসকে ১০ কোটি ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে নাসা।
Tag: English News lid news world
No comments: