পাকিস্তানে নির্বাচন কেমন হতে পারে জোট সরকার পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার দুই দিন পেরিয়েছে। এখনও পুরোপুরি ফলাফল সামনে আসেনি। এখন পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে তিনটি বড় রাজনৈতিক দল বা শক্তির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিলাওয়াল ভুট্টো জারদারি, ইমরান খান ও নওয়াজ শরিফ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত ব
২৬৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫৬টির ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি রয়েছে আরও ৯টিতে। এদিকে ভোটের ফল প্রকাশে দেরি ও কারচুপির অভিযোগ পিটিআই ও আরও কয়েকটি দলের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। পাকিস্তান নির্বাচন কমিশন প্রকাশিত ফল অনুযায়ী, কারাবন্দি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত ‘স্বতন্ত্র’ প্রার্থী ১০০টি আসন জিতেছে। ৭৩টি আসনে জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। ৫৪ আসন নিয়ে তৃতীয় তরুণ রাজনীতিক বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। অন্যান্য দল পেয়েছে ২৯টি। এগুলোর মধ্যে ১৭টি আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে মুত্তাহিদা কওমি পার্টি (এমকিউএম-পি)। আর মাত্র ৯টি আসনের ফল ঘোষণা বাকি আছে। আশা করা হচ্ছে, আগামী রোববার পর্যন্ত পুরোপুরি ফল সামনে আসবে। আরও পড়ুন: ইমরান খান সমর্থিতদের সেঞ্চুরি, অন্য দলগুলোর খবর কী পুরো ফলাফল ঘোষণা হলেও কোনো দলই এককভাবে কেন্দ্রীয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৪টি আসন পাচ্ছে না। ফলে নিশ্চিতভাবেই জোট সরকারের দিকেই যেতে হবে রাজনৈতিক দলগুলোকে। এমন অবস্থায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো শেষ পর্যন্ত কোন দল সরকার গঠন করতে সক্ষম হবে। পাকিস্তানি বিশ্লেষক জাইঘাম খান বলেছেন, প্রাথমিক ফলাফল ঘোষণার পর জোট সরকার গঠন নিয়ে দুটি সম্ভাব্য পরিস্থিতি বা চিত্র দেখা যাচ্ছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরাকে এক সাক্ষাৎকারে খান বলেন, প্রথম চিত্র হলো এমন একটি জোট সরকার যাতে সব রাজনৈতিক দল থাকবে। থাকবে না শুধু পিটিআই। প্রথম সম্ভাব্য চিত্রের জোট সরকারের অংশীদার হবে প্রধান দুই রাজনৈতিক দল নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়ালের পিপিপি। পাশাপাশি এমকিউএম, জামায়াতে ইসলামী ও অন্যান্য ছোট দলগুলোও অন্তর্ভুক্ত থাকবে। বিশ্লেষকদের মতে, পাক সেনা কর্তৃপক্ষও এটাই চায়। আরও পড়ুন: পিপিপিকে ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না: বিলাওয়াল জাইঘাম খানের মতে, দ্বিতীয় চিত্র হলো পিটিআই’র সাথে হাত মেলাতে পারে বিলাওয়ালের পিপিপি। যদিও এর সম্ভাবনা কম। তবে কৌশলগতভাবে সম্ভব। কারণ পিটিআই সরাসরি নির্বাচন করতে না পারলেও দলটির সমর্থিত প্রার্থীরা ‘স্বতন্ত্র’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সবচেয়ে বেশি সংখ্যক আসন জিতে নিয়েছে। এর মধ্যদিয়ে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হওয়ার পাশাপাশি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সামনে চলে এসেছে। পিটিআই জানিয়েছে, নির্বাচনে ১৭০টি আসন জিতেছে। তবে নির্বাচন কমিশন বেশ কয়েকটি আসনে তাদের প্রার্থীদের ‘পরাজিত’ হিসেবে দেখিয়েছে। সবচেয়ে বড় দল হিসেবে সরকার গঠন করতে চায় বলে জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান গহর আলি খান। এদিকে এরই মধ্যে সরকার গঠনে দৌড়ঝাপ শুরু করেছেন পিএমএল-এন নেতারাও।Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: