দুর্বলতার মাঝেও সন্তানকে সময় দিচ্ছেন ফারুকী
ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাসায় ফিরেছেন তিনি। বাসায় ফিরে মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা।
বাসায় ফিরেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফেসবুকে লিখেছেন, ‘২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে।’
তিশা আরও বলেন, ‘বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
হাসপাতালে শুরু থেকে সর্বদা পাশে ছিলেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। অসুস্থতার প্রথম খবরটি তিনিই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসক জানিয়েছিলেন তার স্ট্রোক হয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা।
আ
Tag: Entertainment
No comments: