গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ক্রস হলে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছবি : এএফপি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ‘কমপক্ষে ছয় সপ্তাহের’ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে, যাতে জিম্মিদের মুক্তির বিষয়টিও থাকবে।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে পাশে নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে একটি জিম্মি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে, যা গাজায় অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং টেকসই শান্তি আনবে।’
বাইডেন বলেন, মিসরীয় সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ‘সুরক্ষিত করা দরকার’। কারণ, ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটি স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। সেখানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন এবং আটকা পড়েছেন।
No comments: