মেহেরপুরের বর্শিবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
উপজেলার বারাদী ইউনিয়নের বর্শিবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা নামাজ শেষে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়। এর আগে তাকে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল গার্ড অপ অনার প্রদান করে।
এসময় রাস্ট্রের পক্ষে মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশন (ভূমি) মাজহারুল আনোয়ার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন। এসময় বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন,বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলী,মিনহাজ উদ্দিন, আফজাল হোসেন, জালাল উদ্দিন, গুরুদাস হালদার,আজিজুল হক, মাসুদ আহমেদ, শুকুর আলী, আহাদ আলী,গাংনী উপজেলার খড়মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন গত সােমবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। ৫ সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে।
Tag: others Zilla News
No comments: