নাটকীয় জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
শেষ ওভারে জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ছয় রান। হাতে এক উইকেট। শেষ ওভারের প্রথম বলে চার মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলে দিলেন ম্যাকমিলান। পাকিস্তানি যুবাদের হƒদয় ভাঙল এক উইকেটের পরাজয়ে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় শ্বাসরুদ্ধকার সেমিফাইনালে পাঁচ বল ও এক উইকেট হাতে রেখে জয়ী হয় অস্ট্রেলিয়া যুব দল।
পাকিস্তানের ১৭৯ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৮১/৯)। বেনোনিতে রোববার ফাইনালে অস্ট্রেলিয়া মোকাবিলা করবে ভারতের।
No comments: