পাকিস্তানে নির্বাচন: ফল ঘোষণায় ‘লুকোচুরি’ কেন
ভোট গ্রহণের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ভোটের ফল প্রকাশ করেনি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অভিযোগ, দলটির সমর্থিত প্রার্থীদের জয়ী হতে দেখে দেরি করা হচ্ছে ফল ঘোষণায়। পর্যবেক্ষদের মতে, অতীতের নির্বাচনগুলোর বিবেচনায় এবারের ফল ঘোষণায় এতটা দেরি হওয়া ‘অস্বাভাবিক’।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের নির্বাচন। ছবি: সংগৃহীত
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর থেকে শুরু হয় পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি ফলাফল। এতে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
নির্বাচন পর্যবেক্ষরা বলছেন, দেশটির অতীতের নির্বাচনগুলো বিবেচনায় এবারের ফল ঘোষণায় এতটা দেরি হওয়া অস্বাভাবিক।
ইমরান খানের দল পিটিআইয়ের অভিযোগ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীদের জয়ী হতে দেখে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের যে পর্দায় ফলাফল প্রদর্শিত হচ্ছিল তা-ও বন্ধ করে দেয়ার অভিযোগ তুলেছেন দলটির নেতারা।
আরও পড়ুন: পাকিস্তানে নির্বাচন /বেসরকারি ফলাফলে পিটিআই সমর্থিত স্বতন্ত্রদের এগিয়ে থাকার আভাস
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল বলছে, ফল প্রকাশে বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। ষড়যন্ত্র করে জনগণের রায় বদলে ফেলার অপচেষ্টার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পিটিআই।
এছাড়া স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত এখন পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক ফলাফল ইঙ্গিত করছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ভোটে এগিয়ে রয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানে নির্বাচনের প্রত্যাশিত ফলাফল আসছে অস্বাভাবিক ধীরগতিতে। পূর্ববর্তী নির্বাচনগুলোতে দেখা গেছে, কোন দল এগিয়ে আছে সে সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় সাধারণত নির্বাচনের দিন স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন।
এদিকে, ফলাফল বিলম্বের জন্য ‘ইন্টারনেট সমস্যাকে’ দায়ী করেছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের বিশেষ সচিব জাফর ইকবাল। একটি নির্বাচনী এলাকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার সময় এমন দাবি করেন তিনি।
আরও পড়ুন: একদলের সংখ্যাগরিষ্ঠ সরকার চান নওয়াজ শরিফ
এদিকে স্থানীয় টেলিভিশনগুলোতে দেখা যাচ্ছে, এবার জাতীয় পরিষদের যে ২৬৫ আসনে ভোট হয়েছে, ভোটগ্রহণের সাত ঘণ্টা পার হয়ে গেলেও সেগুলোর মাত্র ২০ শতাংশ ভোট গণনা হয়েছে। ফলাফল জানাতে কেন এমন বিলম্ব হচ্ছে সে বিষয়ে ইসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।
Tag: English News politics world
No comments: